Dilip Ghosh on Sheikh Shahjahan Arrest: অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan)। এই শেখ শাহজাহান গ্রেফতারি ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে (Eco Park) প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই বোমা ফাটানো মন্তব্য দিলীপের মুখে।
কী বলেছেন দিলীপ ঘোষ?
"পুলিশের একটা ছিঁচকে মস্তান ধরতে ৫৭ দিন লাগল। তাহলে রাঘব বোয়ালদের তো পুলিশ কোনওদিন ধরবে না। নেতারা বলছেন ১ সপ্তাহ। পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কখন ধরতে হবে। ওখানকার মানুষ নিরন্তর লড়াই করেছেন। সাধারণ মানুষের দাবি অবশেষে পুলিশ মেনেছে।'
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছিলেন দিন সাতেকের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। কুণাল ঘোষের সেই মন্তব্যের পরপরই পুলিশের জালে সন্দেশখালির 'বাঘ' শাহজাহান। বৃহস্পতিবার ভোরে শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে।
শাহজাহানকে গ্রেফতারের পরেই বসিরহাট আদালতে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হবে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, 'সর্বভারতীয় চাপের জন্য পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে এই নিয়ে চর্চা হচ্ছিল। সবাই আমরা জানতাম ওখানেই আছে। কোর্টের কানমোলা খেয়ে অবশেষে ধরতে বাধ্য হল। পুলিশকেই ধরতে হতো। ED ওখানে জলে-জঙ্গলে গিয়ে ধরতে পারত না। মুশকিল ছিল। পুলিশের হাতেই ছিল। পুলিশই ধরেছে। আমরা গোড়া থেকেই বলছিলাম, পুলিশ জানে ও কোথায়। এখন বাধ্য হয়ে তাকে ধরা হয়েছে। এটা আগে হলে বিষয়টা বাড়ত না।"
দিলীপ ঘোষের কথায়, "এবার ওখানকার লোকেরা ঠিক করবেন তাদের জমি-বাড়ি সব টাকা লুঠ হয়েছে। সেগুলো তারা কীভাবে ফেরত চাইবেন। ' দিলীপ ঘোষের দাবি, 'আমাদের ৪ কর্মী খুন হয়েছে। আমরা শাহাজাহানের নামে FIR করতে চেয়েছিলাম। পুলিশ তখন নেয়নি। এবার নিতে হবে। হাজার হাজার কোটি লুঠ হয়েছে। এটা প্রসেস শুরু হল। তৃণমূল জানে এবার পরপর লিস্ট আসবে। একদিন না একদিন তাদের সবাইকেই ধরতে হবে।"