Dilip Ghosh: 'নিশ্চয়ই অ্যাকশন হবে', দিলীপ তুললেন উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গও

Dilip Ghosh-pahalgam terror attack: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত, ফের একবার এমনই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh-pahalgam terror attack: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত, ফের একবার এমনই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, bjp

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

পাক সেনাবাহিনীর হাতে আটক বাংলার জওয়ানকেও যে কোনওভাবে ভারত ছাড়িয়ে আনবেই, প্রত্যয়ী BJP নেতা দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বলতে গিয়েই দিলীপ ঘোষের মুখে উঠল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুঁসছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার নৃশংস জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে বলে ফের একবার সুর চড়ালেন BJP-র প্রাক্তন সাংসদ। 

Advertisment

শনিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, "নিশ্চই অ্যাকশন হবে আমরা সবাই সেটাই আশা করছি। সবাই চাইছে এর বিচার হোক। নরেন্দ্র মোদী ও তাঁর সরকার নিশ্চয়ই এর যোগ্য জবাব দেবে। এর পিছনে যারা আছে তাদের কাছেও পৌঁছনো হবে। এর আগেও অভিনন্দন বর্তমানকে কূটনৈতিক স্তরের আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল। এক্ষেত্রেও তাই হবে। ফিরবেই আমাদের জওয়ান। একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এর আগে কাশ্মীর থেকে পণ্ডিতদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও সেই চেষ্টা হচ্ছে।"

উল্লেখ্য, অনডিউটি থাকাকালীন অবস্থায় ভুলবশত পঞ্জাব সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পিকে সাউ। গত কয়েক বছর ধরে সীমান্তে নিযুক্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা পিকে সাউয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপরেই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আরও পড়ুন- West Bengal News Live:হাইকোর্টের অনুমতি নিয়ে আজ মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, আক্রান্তদের সঙ্গে কথা

Advertisment

এই ঘটনাকে কেন্দ্র করে রিষড়া এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে। যদি প্রমাণিত হয় যে তিনি দুর্ঘটনাবশত সীমান্ত অতিক্রম করেছিলেন, তাহলে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনা হবে। তবে পাকিস্তান যদি অন্য কোনও উদ্দেশ্যে এই ঘটনাকে ব্যবহার করে, তাহলে তা দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন- Kolkata Weather Update today: অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, কখন থেকে বদলাবে আববহাওয়া?

পাক সেনার হাতে বন্দী হওয়া BSF জওয়ান পুনমকুমার সাউয়ের রিষড়ার বাড়িতেও উদ্বেগের ছায়া। বিএসএফের তরফে ওই জওয়ানকে ছাড়াতে ইতিমধ্যেই পাক সেনাবাহিনীর সঙ্গে দফায়-দফায় আলোচনা হয়েছে। অপহৃত জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে তাঁর পরিবারকে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে ওই জওয়ানকে ছাড়া নিয়ে ইতিবাচক কোনও সাড়া মেলেনি। সেই কারণেই বাড়িতে এখনও ছেলের পথ চেয়ে অপেক্ষায় বৃদ্ধ বাবা-মা। স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী।

pahalgam terror attack news of west bengal dilip ghosh