Ajker Kolkata Weather Today:গরমের জ্বালা জুড়োতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। এই ঝড়-জলের জেরে গত কয়েক দিন ধরে চলা জ্বালাপোড়া পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-জলের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। দাপুটে কালবৈশাখীর জেরে আবহাওয়ার তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। কবে থেকে এই ঝড়-বৃষ্টি? দুর্যোগের পালা চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সূর্যের আগুনে মেজাজ থাকবে আজও। অসহনীয় গরমে জেরবার হবেন ওই জেলাগুলির বাসিন্দারা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর জেরে এক ধাক্কায় অসহনীয় গরমের পরিবেশ অনেকটাই শান্ত করতে পারে।
বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন ঝড়-জলের প্রভাব দেখা যাবে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Madhyamik Result 2025:কবে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল? চূড়ান্ত দিনক্ষণ অবশেষে জানিয়েই দিল পর্ষদ
কলকাতার ওয়েদার আপডেট
ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার কলকাতা শহরেও ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টির জেরে কলকাতা শহরের বাসিন্দারাও অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন- Malda News: মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের 'মাস্টারমাইন্ড' গ্রেফতার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে একাধিক জেলায়। তবে মালদা জেলায় শনিবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। সেই পরিস্থিতির বদল হবে আগামীকাল অর্থাৎ রবিবারে। রবিবার মালদাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Digha: সামনেই দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন, পর্যটকদের সুরক্ষায় দুরন্ত পদক্ষেপ