West Bengal News Highlights: কাজল-কেষ্ট দ্বন্দ্বে রণক্ষেত্র বীরভূম, উত্তাল সংঘর্ষে শাসকের বেআব্রু চেহারা প্রকাশ্যে

West Bengal News Update 26 April, 2025: বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে এই বিবাদ বহু পুরনো। এখন ফের নতুন করে সেই দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে।

West Bengal News Update 26 April, 2025: বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে এই বিবাদ বহু পুরনো। এখন ফের নতুন করে সেই দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kajal kesto clashes

কাজল-কেষ্ট দ্বন্ধে রণক্ষেত্র বীরভূম

West Bengal News Update:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র সিউড়ি। শাসকদলের দুই গোষ্ঠী কোন্দলের জেরে প্রাথমিকভাবে থমকে যেতে হয় পুলিশকে। পরে  পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়ে তৃণমূলীদের উপর। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। বীরভূমের সদর শহর লাগোয়া সিউড়ি ২ নম্বর ব্লকের এমন ঘটনার নেপথ্যে সেই কাজল-কেষ্ট দ্বন্দ্ব।

Advertisment

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন এই রাজ্যের ৩ পর্যটক। তাঁদের মধ্যে দু'জনই কলকাতা শহরের বাসিন্দা। শনিবার জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বৈষ্ণবঘাটার বাড়িতে যায় NIA-র দল। এরই পাশাপাশি বেহালার বাসিন্দা নিহত সমীর গুহর বাড়িতেও গিয়েছিলেন এনআইএ তদন্তারীরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, এদিন শনিবার পুরুলিয়ার ঝালদায় জঙ্গি হানায় নিহত আরও এক বাঙালি পর্যটক মণীশরঞ্জন মিশ্রের বাড়িতেও যাবেন NIA আধিকারিকরা। বর্বরোচিত এই হামলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। একজন স্থানীয় ব্যক্তি। 

এর আগে মালদার মোথাবাড়িতেও গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ সফরে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির বিভিন্ন হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন রাজ্য BJP-র অন্যতম শীর্ষ নেতা। হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। হিংসাবিধ্বস্ত জাফরাবাদ, বেতবোনা, লালপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৈরি হওয়া হিংসায় তুমুল অশান্তি ছড়িয়েছিল এই এলাকাগুলিতে।

 

  • Apr 26, 2025 15:38 IST

    West Bengal News Live:আমডাঙায় উত্তেজনা


    ইসলাম ধর্মের ধর্মগুরুর নামে কার্টুন এঁকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ঘিরে শুক্রবার রাতে অশান্তি ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে স্থানীয়দের একাংশ। আমডাঙায ৩৪ নং জাতীয় সড়ক আটকে চলে অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ পর্যন্ত উঠেছে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগও উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। শেষমেশ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  আমডাঙার বিধায়ক রফিকুর রহমান থানার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমডাঙা থানার আইসির বিরুদ্ধে দুর্বব্যবহারের অভিযোগ তুলেছেন বিধায়ক। 



  • Apr 26, 2025 15:32 IST

    West Bengal News Live:বিধ্বংসী অগ্নিকাণ্ড

    আবারও কলকাতা শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে গল গল করে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাছেই থাকা ইলেকট্রিকের একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকেই এই আগুন লেগেছে। মুহূর্তে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পরপর ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ।



  • Advertisment
  • Apr 26, 2025 13:07 IST

    West Bengal News Live:পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক

    জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। যার মধ্যে এ রাজ্যেরও ৩ পর্যটক রয়েছেন। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে কাশ্মীরের জায়গায়-জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। তেমনই এক তল্লাশিতে গিয়ে জঙ্গিদের গুলিতে শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কম্যান্ডো ঝন্টু আলি শেখ। ঝন্টুর নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর গোটা পরিবার, শোকাচ্ছন্ন গোটা গ্রাম।

    বিস্তারিত পড়ুন- Pahelgam News: 'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের



  • Apr 26, 2025 11:48 IST

    West Bengal News Live:গান লিখলেন মমতা

    অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। সমুদ্রনগরীতে প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবার গান লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই গানের সুরও করেছেন তিনি। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল থেকে এই মিউজিক ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। মিউজিক ভিডিওটি পোস্ট হতেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা।

    বিস্তারিত পড়ুন-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে গান লিখলেন মমতা, সুরও তাঁর, গাইলেন কে জানেন?



  • Apr 26, 2025 10:04 IST

    West Bengal News Live:'নিশ্চয়ই অ্যাকশন হবে', বললেন দিলীপ

    পাক সেনাবাহিনীর হাতে আটক বাংলার জওয়ানকেও যে কোনওভাবে ভারত ছাড়িয়ে আনবেই, প্রত্যয়ী BJP নেতা দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বলতে গিয়েই দিলীপ ঘোষের মুখে উঠল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুঁসছে গোটা দেশ। কেন্দ্রীয় সকার নৃশংস জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে বলে ফের একবার সুর চড়ালেন BJP-র প্রাক্তন সাংসদ। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'নিশ্চয়ই অ্যাকশন হবে', দিলীপ তুললেন উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গও



  • Apr 26, 2025 09:14 IST

    West Bengal News Live:ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

    গরমের জ্বালা জুড়োতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। এই ঝড়-জলের জেরে গত কয়েক দিনের জ্বালাপোড়া পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-জলের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। দাপুটে কালবৈশাখীর জেরে আবহাওয়ার তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। কবে থেকে এই ঝড়-বৃষ্টি? দুর্যোগের পালা চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, কখন থেকে বদলাবে আববহাওয়া?



pahalgam terror attack news of west bengal CM Mamata banerjee Suvendu Adhikary Murshidabad