সোশ্যাল মিডিয়ায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি ভিডিও পোস্ট করেছেন BJP নেতা দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পোস্ট করা সেই ভিডিওয় দেখা যাচ্ছে নিউইয়র্ক শহরে প্রবল বৃষ্টির জেরে রীতিমতো হাবুডুবু দশা। গাড়ির জানলার ওপর পর্যন্ত জল উঠে গেছে। ভিডিওটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ যা লিখেছেন তা ঘিরে খানিক চর্চাও ছড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিউইয়র্ক শহরের জল-যন্ত্রণার ভিডিও পোস্ট করে বিজেপি নেতা দিলীপ ঘোষ লিখেছেন, "নানা এই ভিডিও ভারতের কোনও প্রান্তের নয়। এটি ২৫ ট্রিলিয়ন ইকোনমির সবচেয়ে ধনী দেশ আমেরিকার অন্যতম অত্যাধুনিক পরিকাঠামোর শহর নিউ ইয়র্কের জল যন্ত্রণার ছবি। প্রবল বৃষ্টিতে বানভাসি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। যত অর্থই থাক বা যত আধুনিক পরিষেবাই থাকুক, প্রকৃতির রোষের কাছে আমরা নিতান্তই নগণ্য।"
এদিকে ভরা বর্ষা চলছে এরাজ্যেও। দিন কয়েক আগেই নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা শহরের দিকে দিকে ফিরেছিল বর্ষার সেই চেনা ছবি। মধ্য কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর থেকে শুরু করে মহাত্মা গান্ধী রোড, ওদিকে বিধান নগরের বিস্তীর্ণ এলাকা সহ কৈখালী, ভিআইপি রোড, চিনার পার্কের দিকে দিকে জল জমে গিয়েছিল। এদিকে যোধপুর পার্ক-সহ দক্ষিণ কলকাতারও বেশ কিছু অংশে চূড়ান্ত জল যন্ত্রণা ভোগ করতে হয়েছে শহরবাসীকে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:SSC নয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মামলা, রাজ্যের যুক্তিতে কান পাতল হাইকোর্ট?
বৃষ্টিতে কলকাতার এই জলমগ্ন দশা নিয়ে দিলীপ ঘোষের দলের নেতারাই রাজ্য সরকারকে তুলোধনা করে ময়দানে নেমেছিলেন। কলকাতার জল নিকাশি বন্দোবস্ত নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে রীতিমতো কটাক্ষের সুরে বিঁধতে দেখা গিয়েছিল বিজেপির তাবড় নেতাকে। এবার দিলীপ ঘোষ ভরা বর্ষায় একেবারে আমেরিকার নিউইয়র্কের বানভাসি ভিডিও প্রকাশ করে ঠিক কী বলতে চাইলেন তা ঘিরেই শুরু হয়েছে নয়া চর্চা।
আরও পড়ুন- Mamata banerjee:'গরম জলে স্নান আর অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট', হঠাৎ কেন এই পরামর্শ মমতার?