/indian-express-bangla/media/media_files/2025/03/08/8zDoOzNQpfB7iElFIeMF.jpg)
Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata banerjee:অঝোর ধারায় বৃষ্টি মাথায় নিয়েই কলকাতায় মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ জোড়াফুলের শীর্ষ ব্রিগেড। BJP শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদে এই মেগা মিছিল তৃণমূল কংগ্রেসের। দলনেত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা-নেত্রী, কর্মীরাও চুপচুপে ভিজে গিয়েছিলেন। মিছিল শুরু হতেই বৃষ্টিও শুরু হয়ে যায়। মিছিল শেষে ধর্মতলার সভা-মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আপনাদের বলছি এই বর্ষার মধ্যে প্রচণ্ড ভিজে যাঁরা এসেছেন, আমি নিজে, আমরা সবাই আপনাদের সঙ্গে ভিজেছি। আমার সঙ্গে অভিষেক, ববি, সুজিত থেকে শুরু করে চন্দ্রিমা, শশী, নয়না সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি সকলকে বলছি বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন। আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন।"
তাঁর এই পরামর্শের কারণও ব্যাখ্যা করেছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তার কারণ, আমরা রোদে পুড়ি, বর্ষায় ভিজি। এটা প্রকৃতি মায়ের অবদান। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে। রোদে দগ্ধ হওয়া অভ্যাস আছে। পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে। সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে। মা, মাটি মানুষের কাছে যাওয়া অভ্যাস আছে।" মমতা বলেন, "আমি লজ্জিত, ব্যথিত, দুঃখিত, ভারত সরকার ও বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, তোমাদের কথা- বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর থেকে আমলা বড়, নেতার থেকে চামচা।"
তৃণমূল সুপ্রিমো এদিন বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা নিয়ে প্রবলভাবে সোচ্চার হয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আরও একটি মারাত্মক অভিযোগও তুলেছেন। তৃণমূলনেত্রীর কথায়, "ভারত সরকার লুকিয়ে লুকিয়ে একটা নোটিফিকেশন করেছে। সেটা বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়েছে। সেটাকে আমরা চ্যালেঞ্জ করব। সেই নোটিফিকেশনে বলা হয়েছে বাংলায় কথা বললে যাকেই সন্দেহ হবে, আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। বাঙালির ওপর অত্যাচার হলে সহ্য করব না। দক্ষতার জন্যই বাংলা শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে। বাংলায় বললেই আটক করতে বলছে বিজেপি সরকার।"