West Bengal News Updates:অনুপ্রবেশ ইস্যুতে আবারও BSF-কে তোপ মমতার, পাল্টা শুভেন্দু তুললেন আরও বড় অভিযোগ

West Bengal News updates July 16, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News updates July 16, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
suvendu mamata..

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates:স্বভাবসিদ্ধ ঢঙেই অনুপ্রবেশ ইস্যুতে বুধবার ফের একবার সীমান্তরক্ষী বাহিনী (BSF)-কে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ আটকানোর দায় BSF-এরই, তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পাল্টা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেছেন, "মুখ্যমন্ত্রী বলছেন BSF-এর দায়িত্ব। আপনি (Mamata Banerjee) বিএসএফ-কে ৫৪০ কিলোমিটার জায়গা-জমি দেননি কেন? ২০১৬ থেকে ক্রমাগত ভারত সরকার, স্বরাষ্ট্র দফতর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ-এর অনুরোধ সত্ত্বেও। আপনি বিএসএফ-কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময়  লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে BSF-এর দিকে আঙুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব।"

Advertisment

স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলায় খানিকটা স্বস্তি রাজ্য সরকারের। নতুন নিয়োগ বিধিকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মেনেছে আদালত। শুধু তাই নয়, নয়া নিয়োগে বয়সের ছাড়ের আবেদনকেও মান্যতা দিয়েছে হাইকোর্ট। এদিন এসএসসির হয়ে সওয়াল করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সিলেকশন প্রসেসের মাধ্যমেই বেস্ট ক্যান্ডিডেটকে তুলে আনবে। আন্টেন্ডেডদের জন্য ১০ বছরের অভিজ্ঞতায় অতিরিক্ত নম্বর আছে। নতুনরা সেটা পাবেন না। পরীক্ষা দিয়ে মেরিটের মাধ্যমে আসতে হবে।"

বাংলাদেশের ময়মনসিংহে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানালেন দলের সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঢাকায় সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে তিনি অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এবিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই পদক্ষেপ 'বাঙালিদের সম্মিলিত বিবেকের উপর আঘাত এবং বিশ্ব শিল্পে রায় পরিবারের অতুলনীয় অবদানের অবসান। বাংলাদেশ সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই সাংস্কৃতিক নিদর্শনটি রক্ষা ও সংরক্ষণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি'।

Advertisment

'বাংলায় বললেই বাংলাদেশি তকমা', '২৬-এর ভোটে BJP বধের 'অস্ত্রে' শান মমতার!

ফের বাংলার বুকে ভয়ঙ্কর বিস্ফোরণ। জয়নগরের বকুলতলা থানার একটি বাড়িতে গতকাল দুপুরে ঘটে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা। আতঙ্কে ছুটে আসেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বোমা বাঁধতে গিয়েই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। দুর্ঘটনায় মারাত্মক জখম কালাম শেখ, তার স্ত্রী মনসুরা ও আরও এক। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। 

আরও পড়ুন- Mamata banerjee:'গরম জলে স্নান আর অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট', হঠাৎ কেন এই পরামর্শ মমতার?

  • Jul 16, 2025 21:07 IST

    Kolkata News Updates:চাঁচাছোলা ভাষায় আক্রমণ অধীরের

    আবারও বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। "গোটা বাংলা দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত"। শাসকদলকেই দায়ী করে ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূলকে তুমুল আক্রমণ শানিয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন অধীর। DVC-র জল ছাড়া নিয়ে বারংবার তৃণমূল সুপ্রিমোর করা মন্তব্য সর্বৈব মিথ্যা বলে অভিযোগ এনেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। 

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:'তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি ভাঙড়', শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ অধীরের



  • Jul 16, 2025 21:06 IST

    Kolkata News Updates:বেনজির সাজা

    মাঝরাতে ঘরে ঢুকে ঘুমন্ত শাশুড়িকে লোহার বাটখারা দিয়ে মাথা থেঁতলে খুন করেছিল পুত্রবধূ। ঘটনার পর মৃতের ছেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় অভিযুক্ত। ২০২২ সালের এই ঘটনার পর সাড়ে ৩ বছরের মাথায় অভিযুক্ত ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার অতিরিক্ত পঞ্চম ট্র্যাক কোর্টের বিচারক।

    বিস্তারিত পড়ুন- Malda News: ঘুমন্ত শাশুড়িকে লোহার বাটখারা দিয়ে থেঁতলে খুন, পুত্রবধূকে বেনজির সাজা দিল আদালত



  • Jul 16, 2025 20:56 IST

    Kolkata News Updates:প্রাক্তন নির্বাচন কমিশনারের স্ত্রীর মৃত্যুতে শোকবার্তা মমতার

    প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির স্ত্রী ইলা শর্মা। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, "নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং আমাদের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশির স্ত্রী শ্রীমতি ইলা শর্মার আকস্মিক মৃত্যু সম্পর্কে জানতে পারলাম এবং দুঃখিত হলাম। তাঁর আত্মার শান্তি কামনা করি। @DrSYQuraishi-এর প্রতি আমার আন্তরিক সমবেদনা।"



  • Jul 16, 2025 17:32 IST

    Kolkata News Updates:বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

    আবারও চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের ডাকাবুকো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে দাঁড়িয়ে দলের জেলা সভাপতির বিরুদ্ধে যারপরনাই ক্ষোভ প্রকাশ করে আগুনে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। তাঁর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে চক্রান্ত চলছে দলের অন্দরেই, এমনই অভিযোগ হুমায়ুনের। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতিকে কাঠগড়ায় তুলে রীতিমতো ডেডলাইন পর্যন্ত বেঁধে দিলেন এই ডাকাবুকো এই রাজনীতিবিদ। 

    বিস্তারিত পড়ুন- TMC: 'খুন-খারাপিতে জড়াতে চাই না', দলের নেতাদের 'সাবধান' করে ভয়ঙ্কর হঁশিয়ারি তৃণমূলের দাপুটে বিধায়কের



  • Jul 16, 2025 17:29 IST

    Kolkata News Updates: মমতার পরামর্শ

    বুধবার ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আপনাদের বলছি এই বর্ষার মধ্যে প্রচণ্ড ভিজে যাঁরা এসেছেন, আমি নিজে, আমরা সবাই আপনাদের সঙ্গে ভিজেছি। আমার সঙ্গে অভিষেক, ববি, সুজিত থেকে শুরু করে চন্দ্রিমা, শশী, নয়না সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি সকলকে বলছি বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন। আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন।"

    বিস্তারিত পড়ুন- Mamata banerjee:'গরম জলে স্নান আর অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট', হঠাৎ কেন এই পরামর্শ মমতার?



  • Jul 16, 2025 10:13 IST

    Kolkata News Updates: রাজ্জাক খুনে বিরাট গ্রেফতারি

    রাজ্জাক খুনের তদন্ত নেমে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আরও একজন কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল। তাকে ধরা হয় উত্তর কাশিপুর থানার নাংলা পালপুর এলাকায় একটি মেছোভেড়ি থেকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। তার বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার মাধবপুরের নারায়নপুর এলাকায়। রাজ্জাককে খুনের জন্য একটি পাইপগান ও ধারালো চপার এনেছিল জাকির। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, ধৃত জাকিরুদ্দিন এর আগে বসিরহাটে সোনার দোকানে ডাকাতির অভিযোগে ধরা পড়ার পর সাত বছর জেল খাটে। তারপরও আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় সাত বছর জেল খাটে। রাজ্জাক খুনের জন্য এই কুখ্যাত ডাকাতকে টাকার বিনিময় ভাড়া করেছিল মোফাজ্জেল। পুলিশি জেরায় ধৃত জানিয়েছে সে রাজ্জাক খুনে গুলি করে এবং চপার দিয়ে কোপায়। ধৃতকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় উত্তর কাশিপুর থানা পুলিশ অফিসাররা।



  • Jul 16, 2025 10:08 IST

    Kolkata News Updates: বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ

    বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ। ২১ জুলাইয়ের আগে বাংলার বুকে তোলপাড়, জখম একাধিক। 

    ফের বাংলার বুকে ভয়ঙ্কর বিস্ফোরণ। জয়নগরের বকুলতলা থানার একটি বাড়িতে গতকাল দুপুরে ঘটে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা। আতঙ্কে ছুটে আসেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বোমা বাঁধতে গিয়েই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। দুর্ঘটনায় মারাত্মক জখম কালাম শেখ, তার স্ত্রী মনসুরা ও আরও এক। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। 



  • Jul 16, 2025 09:40 IST

    Kolkata News Updates: চলন্ত অবস্থায় আচমকাই গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন


    চলন্ত অবস্থায় আচমকাই একটি গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য বড়ঞা থানার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে। মঙ্গলবার রাত্রে আচমকাই চলন্ত অবস্থায় বড়ঞাথ থানার বৈদ্যনাথপুর কয়থা এলাকায় এভাবেই জ্বলে ওঠে ট্যাঙ্কারটি। আগুন দেখে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে দেখা যায় ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক তবে ভয়াবহ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে । পুলিশ গিয়ে দমকলকে খবর দেয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যদি ওই ঘটনা কি কারনে ঘটেছে সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এর প্রচেষ্টায় আগুনটি নিভানোর প্রকিয়া চলছে ঘটনাস্থলে মোতায়েন বড়ঞা থানার পুলিশ



tmc accident kolkata West Bengal