Dilip Ghosh: 'মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন'? বাংলায় কী কোন সুন্দরী মেয়ে নেই যাকে ঘরের বউ করা যায়'? বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষ ইস্যুতে যহন একদিকে ২৬-এর নির্বাচনের আগে সুর চড়িয়েছে তৃণমূল তখনই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে বেনজির নিশানা বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা বলেন,"বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হল কেন তৃণমূলকে? এখানকার ভোটারদের বিশ্বাস নেই? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের কেন ভুয়ো ভোটার সাজিয়ে নিয়ে আসতে হয়? এখানে ভালো অভিনেতা নেই? বাংলাদেশ থেকে কেন নিয়ে আসতে হয়? বাংলার মানুষকে আর বোকা বানাবেন না"।
২৬-এর ভোটে একগুচ্ছ নয়া চমক মুখ্যমন্ত্রীর। 'আমাদের পাড়া, আমাদের সমাধান'প্রকল্পের ঘোষণা ' হতেই মমতাকে ফের একবার আগুনে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "পাড়ায় পাড়ায় এতো মারপিট। এত সমস্যা। পাড়ায় পাড়ায় গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। কাটমানি নিয়েছে। এত বেশি সমস্যা ওরা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না। নেতারা গেলেই ওদের কলার ধরে নেবে। কেউ যাবে না। যায় কেউ? ওই ২১ জুলাই ধর্মতলা যায়। বাকি কোনো নেতাকে এলাকায় দেখতে পান? যে সবথেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকত সেই কেষ্টকে মঞ্চে উঠতেই দেয়নি। এইভাবে কত ডাকাত লুকোবেন? মমতার হাতে পার্টিও নেই,সরকারও নেই।" খড়গপুরের সভা প্রসঙ্গে তিনি বলেন, " বিজেপি কর্মীরা পরিস্থিতি যাই হোক পার্টিতে আছেন। তারা কাজ করতে চান। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান। আমি তাই ওদের ডেকেছিলাম। বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সবথেকে এগিয়ে আছে। তারা মনে করেছেন অনেকদিন কোন বড় প্রোগ্রাম হয়নি। তাই করলাম। নিঃসন্দেহে এটা আনন্দের"।
বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। এনিয়ে চর্চা ক্রমশ জোরালো হচ্ছে, এই প্রশ্নে ডাকাবুকো বিজেপি নেতা বলেন, "পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন, বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি। লাস্টবার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন। পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়ব। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি। ২৬ সালে খড়গপুর থেকেই আমি প্রার্থী এইকথা আপনি বা আমি কেউ জোর দিয়ে বলতে পারিনা"। ২৬ এর ভোটে এই চয়েজকে কী আদৌ গুরুত্ব দেবে দল? এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, "আমার মনে হয় পার্টি ২৪ এর লোকসভায় পার্টি এক্সপেরিমেন্ট করেছিল। সফল হয়নি। বাকি পার্টি বুঝবে"।