এসএসসি-কাণ্ডে বিপুল পরিমাণ টাকা উদ্ধার প্রসঙ্গে ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের। উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে গতকালই দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ইস্যুতেই এবার দিলীপের খোঁচা, ''তাহলে ওটা কার টাকা? রাস্তায় তো আর পড়ে ছিল না।''
এসএসসি দুর্নীতির তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় ইডির আধিকারিকদের। ফি দিন পার্থ-অর্পিতার নতুন-নতুন সম্পত্তির হদিশ মিলছে। ইতিমধ্যেই নগদ ৫০ কোটি টাকা মিলেছে। পার্থ-অর্পিতার ফ্রিজড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মিলেছে আরও ৮ কোটি। এছাড়াও কেজি-কেজি সোনা, রুপো, উদ্ধার হয়েছে। মিলেছে হীরের গয়নাও। চাকরি দুর্নীতির তদন্তে নেমে সব মিলিয়ে পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ মিলেছে।
আরও পড়ুন- মর্মান্তিক! পিক আপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুন্যার্থীর
যদিও গতকাল পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আগেই তুলেছিলেন পার্থ। গতকাল জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছেন তা সময় এলেই নাকি জানা যাবে। এদিকে, উদ্ধার হওয়া টাকার পাহাড় তাঁর নয় শুনেই পার্থকে বিঁধে ময়দানে দিলীপ ঘোষ। বিজেপি নেতা সোমবার বলেন, ''তাহলে ওটা কার টাকা সেটাই বলুন? অর্পিতা তো বলেছেন ওই টাকা তাঁর নয়। টাকা তো আর রাস্তায় পড়ে ছিল না।''
আরও পড়ুন- বর্ধমান বিশ্ববিদ্যালয়েও ঘুঘুর বাসা? ছবি-সহ অ্যাডমিট ছাড়াই পরীক্ষা, ED-কে নালিশ
উল্লেখ্য, রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে এসএসসি দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া কোটি-কোটি টাকা প্রসঙ্গে দায় ঝাড়ার চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''আমার কোনও টাকা নেই।'' সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন? উত্তরে পার্থ বলেন, ''সময় এলেই বুঝবেন।'' এরপর হাসপাতাল থেকে বেরনোর সময়েও তাঁকে প্রশ্ন করা হয়, টাকা তবে কার? উত্তরে পার্থ বলেন, 'আমার নয়'।