দিন কয়েক ধরেই দিলীপ ঘোষকে নিয়ে নতুন করে চর্চা বেড়েছে। ডাকাবুকো BJP নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে আপাতত সেই সব জল্পনায় জল ঢেলেছেন দিলীপ নিজেই। সামনেই তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সভা। তৃণমূলের এই মেগা ইভেন্টের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দলেরই একাংশের নেতাদের নিশানা করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই ফি দিনের মতো সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করেন। তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সভা নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেছেন, "একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ প্রবল এবং সেটা থাকা স্বাভাবিক। ডিম ভাতের উৎসব হয়, তবে আমি দেখেছি এবার আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। তাঁদের মধ্যে উৎসাহ বেশি ছিল যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন। তবে আমাদের বিজেপির লোকেদের এসব নিয়ে কোনও সমস্যা নেই।"
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে একটি জল্পনা চলছে। দিলীপ ঘোষ নিজেই খানিকটা সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপের হালচাল পুরোপুরি বদলে গিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন! পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের গ্রেফতারিতে সোচ্চার মহুয়া
শমীক-সাক্ষাতের পরপরই দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে এসেছেন দিলীপ ঘোষ। তারপর থেকেই বঙ্গ বিজেপিতে নতুন করে যেন চনমনে মূর্তিতে ফিরতে শুরু করেছেন দাপুটে এই রাজনীতিবিদ। কয়েকদিনের মধ্যেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর সেই সভাতেও আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে।
আরও পড়ুন- Bridge Collapse:ফের বড়সড় সেতু বিপর্যয়, সংস্কারের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ব্রিজ