গুজরাটে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সেতু বিপর্যয়ের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে জুনাগড় জেলায় মেরামতের কাজ চলাকালীন একটি পুরাতন সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এতে নির্মাণ শ্রমিক এবং বড়বড় যন্ত্রপাতি নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে মঙ্গরোল তালুকের আজাজ গ্রামে। যেখানে কেশোদ থেকে মাধবপুরকে সংযুক্তকারী একটি জরাজীর্ণ সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেতুটি একটি গুরুত্বপূর্ণ রুট, যা নিয়মিত যাত্রী এবং যানবাহন ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, মেরামতের জন্য যখন হিটাচি মেশিন ব্যবহার করা হচ্ছিল, তখন হঠাৎ সেতুর স্ল্যাবটি ভেঙে পড়ে। স্ল্যাবের উপর দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিক সহ মেশিনটি নীচের নদীতে পড়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সকলেই গুরুতর আহত হয়েছেন। যদিও কারও প্রাণহানি ঘটেনি।
সেতু বিপর্যয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিও-য় দেখা গিয়েছে স্ল্যাবটি ভেঙে পড়ার মুহূর্ত এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার ছবি তোলা হয়। গুজরাটে এই সর্বশেষ সেতু বিপর্যের ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই। ওই দিন গুজরাটের মুজপুর এবং আঙ্কলাভকে সংযুক্তকারী গম্ভীরা সেতু ভেঙে পড়েছিল। সেই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়, একজন এখনও নিখোঁজ।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ধর্মতলায় আজ একুশের মঞ্চ বাঁধার খুঁটি পুজো, হাইকোর্টে শহিদ সভা নিয়ে মামলা
১৯৮৬ সালে নির্মিত গম্ভীরা সেতুটি মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী ছিল। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এর জরাজীর্ণ অবস্থার বিষয়ে অভিযোগ করে আসছিল এবং বারবার মেরামত বা পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল, কিন্তু দুর্যোগ শুরু হওয়ার আগ পর্যন্ত কর্তৃপক্ষ কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। জুনাগড়ের ঘটনায় কোনও প্রাণহানি না হলেও গুজরাটের দিকে দিকে সেতুগুলির অবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
আরও পড়ুন- smart meter:স্মার্ট মিটার নিয়ে একজোটে বিক্ষোভে বাম, তৃণমূল, কংগ্রেস, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ BJP-সরকারের