Dinhata Hospital:সন্তান প্রসবের সময় সদ্যোজাতের মাথায় আঘাতকে কেন্দ্র করে উওেজনা দিনহাটা মহকুমা হাসপাতালে। গর্ভবতী মহিলার সন্তান প্রসব করার সময় সদ্যোজাতের মাথায় ছুরির আঘাত লাগার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা মহকুমা হাসপাতালে। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিনহাটা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিউটি খাতুন শনিবার রাত ১০টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। রবিবার দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। অভিযোগ, সন্তান জন্মের পর বাড়ির লোক সদ্যোজাতকে দেখতে চাইলে ডাক্তারবাবুরা টালবাহানা শুরু করেন।
পরবর্তীতে বাড়ির লোকের চাপে নবজাতককে অভিভাবকদের দেখানো হয়। আর সেই সময়ই বাড়ির লোক দেখতে পান, বাচ্চার মাথার অনেকটা অংশ কেটে গিয়েছে। এবং সেটা ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিউটি খাতুনের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- Kolkata weather today:ভারী বৃষ্টির জোরালো সতর্কতা এই জেলাগুলিতে, আজ কাঁপানো ঝড়-জল কলকাতাতেও
বিউটির স্বামী সালাম মিঞার কথায় দুপুর বারোটা নাগাদ তার স্ত্রীকে সিজার করা হয়। কিন্তু এবিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। এদিন বিকেল চারটে নাগাদ এসএনসিইউতে গিয়ে লক্ষ্য করি তার সদ্যোজাতের মাথায় ব্যান্ডেজ। এরপর সেখানে কর্তব্যরত নার্সরা বলেন অস্ত্রপচারের সময় শিশুটির মাথায় ছুরির আঘাত লাগে, এর বাইরে তারা কিছু জানে না। একজন চিকিৎসক কীভাবে এত বড় ভুল করতে পারে তা জানতে চাই। ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা অভিযোগ করব।
আরও পড়ুন-Kalyan Banerjee:'মমতাদিকে যারা গালাগালি করেন দিদি তাদেরই সম্মান দেন', বিস্ফোরক কল্যাণ!, তুলোধনা মহুয়াকেও
যদিও ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার চিকিৎসক বসুমিত্র ভট্টাচার্যের কথায় সন্তান প্রসবের সময় সদ্যজাতের মাথায় সামান্য আঘাত লাগে। ঘটনার খবর শোনা মাত্রই চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে ওই সদ্যজাতের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন-TMC Minister Threaten Police:অনুব্রতর পর ফের IC কে নিশানা, থানা ঘেরাওয়ের ডাক মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর
যদিও ওই চিকিৎসক জয়দেব বিশ্বাস জানান ওই মহিলা বিশেষভাবে সক্ষম। সন্তান প্রসবের সময় হঠাৎই পা নাড়ালে চিকিৎসা সরঞ্জামের আঘাত লাগে গর্ভস্থ সন্তানের মাথায়। এরপর দুটো সেলাই করে সদ্যজাতকে কপালে। শিশুটিকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সদ্যোজাত এবং প্রসূতি উভয়ই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।