Junior Doctor's Hunger Strike: একটানা অনশন আন্দোলনে এবার আরও এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাতেই ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন চিকিৎস পুলস্ত্য আচার্য। ওই রাতেই তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
১০ দফা দাবিতে গত শনিবার থেকে কলকাতার ধর্মতলায় অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সেই আমরন অনশন কর্মসূচিতে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। পুলস্ত্যকে নিয়ে মোট চার চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বাকি আন্দোলনকারীদেরও শারীরিক পরিস্থিতি বেশ দুর্বল।
রবিবার সন্ধ্যায় অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক পুলস্ত্য আচার্য। তাঁর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। অনশন মঞ্চে থাকা বাকি চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। ওই রাতেই তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন- Droher Carnival: পুজো কার্নিভালের দিনেই 'দ্রোহের কার্নিভাল' কর্মসূচি, প্রত্যাহারের আবেদনে ডাক্তারদের চিঠি রাজ্যের
আরও পড়ুন- West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, পুজো কার্নিভালে কেমন থাকবে কলকাতার ওয়েদার?
আরও পড়ুন- Junior Doctor's Protest: আসরে বিশিষ্টরা, সরকার-আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে ইমেল
জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যের চিকিৎসায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একটানা অনশন চালিয়ে যাওয়ার জেরে তাঁর শরীরে জলের অভাব দেখা দিয়েছে। তাঁর রক্তচাপও বেশ কমে গেছে। আপাতত প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁকে সুস্থ করার সব রকম প্রয়াস চালাচ্ছেন চিকিৎসকরা।