Junior Doctor's Hunger Strike: ১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একটানা অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে এবার আসরে বিশিষ্টরা। সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে ইমেইল পাঠালেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজাত ভদ্র সহ বিশিষ্টদের কয়েকজন। নবান্ন এবং জুনিয়র ডাক্তারদের ইমেইল পাঠিয়েছেন তাঁরা।
সরকার এবং আন্দোলনকারী চিকিৎসকরা রাজি থাকলে তাঁদের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করতে রাজি আছেন অপর্ণা সেন, সুজাত ভদ্র, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রত্নাবলী রায়-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এই মর্মে তাঁরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেইল পাঠিয়েছেন। সেই সঙ্গে ইমেইল পাঠানো হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকেও। তাঁরা জানিয়েছেন, দু'পক্ষ রাজি থাকলে সমস্যা মেটাতে তাঁরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি আছেন।
যদিও বিশিষ্টদের এই ইচ্ছাপ্রকাশের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডক্টরস কিংবা সরকারের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। ১০ দফা দাবিতে গত শনিবার রাত থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একটানা অনশনের জেরে ইতিমধ্যেই তিন জুনিয়ার চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি অনশনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
আরও পড়ুন- Durga Puja 2024: বিপুল সাড়া ফেলেও শেষমেশ পুজোর অনুমতি মেলেনি, দশমীতে বেনজির প্রতিবাদ গ্রামবাসীদের
আরও পড়ুন- SSKM Incident: এবার SSKM-এ দুষ্কৃতী তাণ্ডব! হকিস্টিক-উইকেটের ঘায়ে মাথা ফাটল রোগীর আত্মীয়ের
এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আবারও গণইস্তফা সিনিয়ার ডাক্তারদের। কল্যাণী জে এন এম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার একসঙ্গে গণইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন। গণইস্তফা পত্রে সই করে তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের যা পরিস্থিতি তাতে করে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমন মানসিক অস্থিরতায় চিকিৎসা করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই কারণেই তাঁরা গণইস্তফার পথে হেঁটেছেন বলে জানিয়েছেন।