Advertisment

Dog treatment at govt hospital: দাপুটে তৃণমূল নেতার অসুস্থ কুকুরের চিকিৎসা সরকারি হাসপাতালে? শুভেন্দুর দাবিতে শোরগোল

Dog treatment at govt hospital: এর আগে কলকাতার এসএসকেএম হসপাতালে কুকুরের ডায়ালিসিস করানেরা অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dog treatment at govt hospital, Complaint by Suvendu Adhikari, সরকারি হাসপাতালে কুকুরের চিকিৎসা, শুভেন্দু অধিকারী

ছবির বাঁদিকে আমতলা হাসপাতাল। ডানদিকে, অ্যাম্বুল্যান্সের ভিতরে শুয়ে অসুস্থ কুকুর।

Dog treatment at govt hospital: আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা নিয়ে এখনও উত্তাল পরিস্থিতি বঙ্গে। ঠিক এই আবহে এবার সরকারি হাসপাতালে তৃণমূল নেতার পোষা কুকুরের চিকিৎসা করানোর অভিযোগ উঠল। ঘটনাটি সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের। অভিযোগ, বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূলের সভাপতি নবকুমার বেতালের বাড়ির অসুস্থ কুকুরকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালের চিকিৎসকেরা অসুস্থ কুকুরটির চিকিৎসা করেন বলেও দাবি।

Advertisment

নবকুমারের স্ত্রী সোমাশ্রী বেতাল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা কর্মাধক্ষ্য। অভিযোগ, গত ২ সেপ্টেম্বর নবকুমার-সোমাশ্রীর মেয়ে বাড়ির পোষ্যকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের বাইরে দাঁড় করানো হয় অ্যাম্বুল্যান্সটি। হাসপাতালের চিকিৎসকেরা বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই অসুস্থ কুকুরটির চিকিৎসা করেন বলে অভিযোগ।

ণমূলের স্থানীয় এক পঞ্চায়েত প্রধান গোটা ঘটনাটি তদারকি করেন বলেও অভিযোগ উঠেছে। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গ্রামীণ হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সে কুকুরের শুশ্রুষার ভিডিও শেয়ার করে, মানুষের ব্যবহারের অ্যাম্বুল্যান্স ও হাসপাতাল কুকুরের চিকিৎসায় ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন- Digha: এবার ফাটাফাটি মজা দিঘায়! কম খরচে পর্যটকদের জন্য দুরন্ত বন্দোবস্ত পুজোর আগেই?

আরও পড়ুন- Bengal Weather: পুজোর মুখে প্রবল দুর্যোগ! শক্তি বাড়িয়ে নিম্নচাপ আরও গভীর, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

এ ব্যাপারে নবকুমারের প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর, ঘটনাটি যখন ঘটে তখন নবকুমার ও সোমাশ্রী বাড়িতে ছিলেন না। তাঁরা জেলা পরিষদে ছিলেন। বাড়িতে তাঁদের নাবালিকা মেয়ে একাই ছিল। কুকুরটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। সে দিন আরও অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি বাড়ির কাছে এক প্রাইভেট অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া সংস্থার থেকে অ্যাম্বুল্যান্স ডেকে কুকুরটিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানে কুকুরটির চিকিৎসা হয়নি বলেই দাবি।

আরও পড়ুন- Mamata Banerjee: ডাক্তারদের কর্মবিরতিতে মৃত রাজ্যের ২৯ জন, পরিজনদের জন্য বিরাট ঘোষণা মমতার

তৃণমূল নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেন, "কুকুর একটা জটিল বিষয়। পাণ্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানা রূপ আছে। যারা কুকুর ভালোবাসে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। কিন্তু রোগী বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা আগে দেখা হোক।"

Suvendu Adhikari govt hospital bjp tmc Dog
Advertisment