Donald Trump: ভারত-চিন-রাশিয়া এক হতেই ঘুম উড়ল ট্রাম্পের! সম্পর্ক নিয়ে অবশেষে বিরাট ঘোষণা

Donald Trump:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল একতরফা।

Donald Trump:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল একতরফা।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

সম্পর্ক নিয়ে অবশেষে বিরাট ঘোষণা ট্রাম্পের

Donald Trump:ভারতের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক, তবে বাণিজ্যে একতরফা সুবিধার অভিযোগ ট্রাম্পের। 

Advertisment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল একতরফা। তাঁর অভিযোগ, ভারত মার্কিন পণ্যের উপর অত্যধিক শুল্ক আরোপ করত, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

আরও পড়ুন- পুজোর আগেই দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের! দাম কমছে কোন কোন জিনিসের?

Advertisment

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরই এই ভারসাম্যহীনতা বদলাতে শুরু হয়। তাঁর বক্তব্য, “ভারত আমাদের উপর ভয়ঙ্কর হারে শুল্ক চাপাচ্ছিল। অথচ আমরা তাদের উপর প্রায় কিছুই চাপাতাম না। ফলে তারা সহজেই আমাদের বাজারে ব্যবসা করত, কিন্তু আমাদের ব্যবসা ভারতে বাধাপ্রাপ্ত হতো।”

উদাহরণ হিসেবে ট্রাম্প হার্লে-ডেভিডসন মোটরসাইকেলের প্রসঙ্গ টানেন। তিনি জানান, ভারতে এই বাইকের উপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হতো। এর ফলে কোম্পানিকে ভারতেই কারখানা স্থাপন করতে হয়, যাতে আমদানি শুল্ক না দিতে হয়। ট্রাম্পের দাবি, এই ব্যবস্থা মার্কিন রপ্তানিকারকদের জন্য অত্যন্ত অন্যায্য।

আরও পড়ুন-অভূতপূর্ব বন্দোবস্ত! বাড়ি বসেই পাবেন দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ, শুধু করুন এই কাজটি

তিনি আরও বলেন, “ভারতীয় পণ্য আমেরিকার বাজারে হুহু করে প্রবেশ করলেও, মার্কিন পণ্যের উপর ভারত ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাত। ফলে আমাদের উৎপাদন ব্যাহত হতো।” ট্রাম্পের অভিযোগ, বছরের পর বছর ধরে ভারতীয় পণ্য মার্কিন বাজারে ঢুকলেও আমেরিকার রপ্তানি প্রায় আটকে থাকত। ট্রাম্প জোর দিয়ে বলেন, তার সরকার  ক্ষমতায় আসার পর থেকেই এই বাণিজ্যিক বৈষম্য দূর করতে পদক্ষেপ নেওয়া শুরু করে'। 

Donald Trump