Digha Jagannath Dham:অভূতপূর্ব বন্দোবস্ত! বাড়ি বসেই পাবেন দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ, শুধু করুন এই কাজটি

Jagannath Dham mahaprasad: প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীদের ঢল নামে দিঘার জগন্নাথ মন্দিরে। এবার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে যাবে বাড়ি-বাড়ি।

Jagannath Dham mahaprasad: প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীদের ঢল নামে দিঘার জগন্নাথ মন্দিরে। এবার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে যাবে বাড়ি-বাড়ি।

author-image
Debanjana Maity
New Update
Jhulan Utsav 2025  ,Jhulan festival in Digha  ,Heavy crowd in Digha  ,Tourist rush in Digha,  Religious festival Digha,  Festival crowd at Digha beach  ,Digha tourism Jhulan , Digha celebrations 2025  ,Devotees gather Digha  ,Jhulan festival crowd Bengal,ঝুলন উৎসব ২০২৫  ,দিঘায় ঝুলন উৎসব,  দিঘায় উপচে পড়া ভিড়,  দিঘায় পর্যটকদের ভিড়,  ঝুলন উৎসব উপলক্ষে ভিড়,  দিঘা উৎসব পরিবেশ,  দিঘায় ধর্মীয় উৎসব,  ঝুলনে পর্যটন দিঘা  ,দিঘার সমুদ্রতটে ভিড়,  ঝুলন যাত্রা ২০২৫

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ ধাম।

Digha Jagannath Dham-mahaprasad: পুজোর আগে বাড়ি-বাড়ি দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা ধাম কর্তৃপক্ষের। উদ্বোধনের পর ধাম থেকেই পাওয়া যেত মহাপ্রসাদ। টাকার বিনিময়ে সেই প্রসাদ গ্রহণ করতেন ভক্তরা। এবার ধামের পাশাপাশি বাড়ি-বাড়ি মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছে দিঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। 

Advertisment

মহাপ্রসাদ বুকিংয়ের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ৯০৫৯০৫২৫৫০ এই নম্বরে ফোন বা whatsapp-এ মেসেজ করে মহাপ্রসাদ পাওয়া যাবে। মহাপ্রসাদ পেতে গেলে টাকা দিয়ে বুকিং করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক কোন মহাপ্রসাদের জন্য কত ধাম ধার্য্য করা হয়েছে?

আরও পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো

খিচুরি ভোগ - ১০০ টাকা। 

মিষ্টি মহাপ্রসাদ - ৫০ টাকা।

পেড়া মহাপ্রসাদ - ১০০টাকা।

পুরি-ভাজি মহাপ্রসাদ- ৫০ টাকা।

দুপুরের মহাপ্রসাদ- ১০০ টাকা।

স্পেশাল দুপুরের মহাপ্রসাদ- ১৫০ টাকা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: কলকাতায় কংগ্রেস দপ্তরে হামলা ভাঙচুর, অবশেষে গ্রেফতার BJP নেতা রাকেশ সিং

সান্ধ্যকালীন মহাপ্রসাদ- ১০০ টাকা।

স্পেশাল সান্ধ্যকালীন মহাপ্রসাদ- ১৫০ টাকা।

জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ গ্রহণ করলে অতিরিক্ত চার্জ লাগবে না। তবে ডেলিভারির মাধ্যমে মহাপ্রসাদ পেতে গেলে এক একটি আইটেমের জন্য অতিরিক্ত ১০ টাকা এবং দূরত্ব অনুযায়ী ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ডেলিভারি চার্জ লাগবে।

আরও পড়ুন-Kolkata Metro:পরিষেবা মসৃণ রাখতে শেষমেশ বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর! নিত্যযাত্রীরা এখবর আগে পড়ুন

মহাপ্রসাদে কী কী থাকছে? মহাপ্রসাদ সম্পর্কে যে কোনও তথ্য জানতে ৯০৫৯০৫২৫৫০ নম্বরে ফোন অথবা whatsapp করতে পারেন ভক্তরা। 
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে বুকিং হবে সেই মহাপ্রসাদ ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ডেলিভারি করা হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যে বুকিং জমা হবে তা পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে পাঠানো হবে।

আরও পড়ুন-Kolkata Weather Report: পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?

দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম রাধারামন দাস বলেন, "প্রভুর মহাপ্রসাদ সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। প্রাথমিকভাবে কম দূরত্ব পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। পরবর্তী সময়ে বুকিংয়ের উপর ভিত্তি করে দূরত্ব বাড়ানো হবে।"

Digha Jagannath Temple Bengali News Today Digha