/indian-express-bangla/media/media_files/2025/07/30/digha-jagannath-temple-2025-07-30-11-42-18.jpg)
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ ধাম।
Digha Jagannath Dham-mahaprasad: পুজোর আগে বাড়ি-বাড়ি দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা ধাম কর্তৃপক্ষের। উদ্বোধনের পর ধাম থেকেই পাওয়া যেত মহাপ্রসাদ। টাকার বিনিময়ে সেই প্রসাদ গ্রহণ করতেন ভক্তরা। এবার ধামের পাশাপাশি বাড়ি-বাড়ি মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছে দিঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ।
মহাপ্রসাদ বুকিংয়ের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ৯০৫৯০৫২৫৫০ এই নম্বরে ফোন বা whatsapp-এ মেসেজ করে মহাপ্রসাদ পাওয়া যাবে। মহাপ্রসাদ পেতে গেলে টাকা দিয়ে বুকিং করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক কোন মহাপ্রসাদের জন্য কত ধাম ধার্য্য করা হয়েছে?
আরও পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
খিচুরি ভোগ - ১০০ টাকা।
মিষ্টি মহাপ্রসাদ - ৫০ টাকা।
পেড়া মহাপ্রসাদ - ১০০টাকা।
পুরি-ভাজি মহাপ্রসাদ- ৫০ টাকা।
দুপুরের মহাপ্রসাদ- ১০০ টাকা।
স্পেশাল দুপুরের মহাপ্রসাদ- ১৫০ টাকা।
সান্ধ্যকালীন মহাপ্রসাদ- ১০০ টাকা।
স্পেশাল সান্ধ্যকালীন মহাপ্রসাদ- ১৫০ টাকা।
জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ গ্রহণ করলে অতিরিক্ত চার্জ লাগবে না। তবে ডেলিভারির মাধ্যমে মহাপ্রসাদ পেতে গেলে এক একটি আইটেমের জন্য অতিরিক্ত ১০ টাকা এবং দূরত্ব অনুযায়ী ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ডেলিভারি চার্জ লাগবে।
আরও পড়ুন-Kolkata Metro:পরিষেবা মসৃণ রাখতে শেষমেশ বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর! নিত্যযাত্রীরা এখবর আগে পড়ুন
মহাপ্রসাদে কী কী থাকছে? মহাপ্রসাদ সম্পর্কে যে কোনও তথ্য জানতে ৯০৫৯০৫২৫৫০ নম্বরে ফোন অথবা whatsapp করতে পারেন ভক্তরা।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে বুকিং হবে সেই মহাপ্রসাদ ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ডেলিভারি করা হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যে বুকিং জমা হবে তা পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে পাঠানো হবে।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম রাধারামন দাস বলেন, "প্রভুর মহাপ্রসাদ সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। প্রাথমিকভাবে কম দূরত্ব পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। পরবর্তী সময়ে বুকিংয়ের উপর ভিত্তি করে দূরত্ব বাড়ানো হবে।"