Baruipur News: চিকিৎসকের বাড়িতেই মিলল কোটি টাকার মাদক, অতর্কিতে পুলিশি হানায় গ্রেফতার ২

South 24 Parganas: গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় এক মহিলা-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

South 24 Parganas: গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় এক মহিলা-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
Mina Mondal
New Update
bangladeshi arrest,west bengal news,sonarpur news,bangladesh crisis,south 24 parganas,বাংলাদেশি গ্রেপ্তার,পশ্চিমবঙ্গের খবর

প্রতীকী ছবি।

Drugs ceized from a doctor house at baruipur in south 24 parganas: এবার এক চিকিৎসকের বাড়িতেই মিলল কোটি টাকার মাদক। নগদ কয়েক লক্ষ টাকাও মিলেছে ওই বাড়ি থেকে। দু'জনকে গ্রেফতার করে দফায়-দফায় জেরা STF-এর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এই ঘটনা ঘিরে তোলপাড়। এদিন বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে খোদার বাজারের মণ্ডল পাড়ার ওই বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। ওই বাড়ি থেকেই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তের পাশাপাশি এক মহিলা-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার একটি বাড়িতে মঙ্গলবার আচমকা হানা দেয় এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই চলে অতর্কিতে এই যৌথ অভিযান। ওই বাড়ি থেকে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এরই পাশাপাশি কয়েক লক্ষ নগদ টাকাও মিলেছে ওই বাড়ি থেকে। চারতলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের বলে জানা গিয়েছে। ওই বাড়িতেই মাসখানেক ধরে ভাড়া থাকতেন মোকলেশ শেখ নামে মগরাহাটের উস্থির এক বাসিন্দা। 

স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মোকলেশ। সেই মোকলেশের ঘর থেকেই এদিন মাদক ও টাকা মেলে। স্থানীয় বাদিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে বিশেষ যেতে-আসতে তাঁরা দেখতেন না। এলাকার কারও সঙ্গে তাঁদের সেভাবে পরিচয়ও গড়ে ওঠেনি। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশচন্দ্র কলেজে, দেবাশিসকে সরিয়ে দায়িত্বে অরূপ

মোকলেশ মাদক চোরাচালানের কাজ করত বলেই পুলিশ সূত্রের খবর। এই কাজে সহযোগী ছিলেন তাঁর শ্বাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন বলে দাবি পুলিশের। এদিন সেরিনা বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মোকলেশ ও তাঁর শ্বাশুড়িকে হাতেনাতে ধরা হয়। তবে মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না।

আরও পড়ুন- Malda News: বিয়ের ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, চরম পরিণতির খবর পেল পরিবার

Malda Bengali News Today news in west bengal news of west bengal