Malda news: পুজোর মুখে ৪০ কোটি টাকার মাদক উদ্ধার, বিরাট গ্রেফতারি রাজ্যে

Malda Incident: গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়েছিল পুলিশ। তাতেই মেলে বড়সড় সাফল্য।

Malda Incident: গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়েছিল পুলিশ। তাতেই মেলে বড়সড় সাফল্য।

author-image
Madhumita Dey
New Update
আররেস্ত

প্রতীকী ছবি।

এই প্রথম মালদায় উদ্ধার হলো প্রায় ৪০ কোটি টাকার ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে ৩৯ কেজির ব্রাউন সুগার। এই ঘটনায় তিনজন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাগান থেকেই এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে।

Advertisment

পুলিশ জানিয়েছে, ব্রাউন সুগারগুলি জলে ভেজানোর পর কাপড়ের পুটলি করে একটি আমবাগানের গাছে শুকাতে দেওয়া হয়েছিল। এবিষয়ে গোপন সূত্রে খবর পাওয়া যায় অভিযান চালিয়ে গভীর রাতে সহযোগিতা নিয়ে এই ব্রাউন সুগারগুলি উদ্ধার করা হয়। 

তদন্তকারী পুলিশ কর্তারা জানিয়েছেন ,কালিয়াচকের কয়েকটি ডেরাতেই রীতিমতো ব্রাউন সুগার তৈরির দক্ষ প্রস্তুতকারকের মাধ্যমেই এগুলি তৈরি করা হচ্ছে। পাশাপাশি এই ব্রাউন সুগার তৈরীর ক্ষেত্রে দুষ্কৃতীদের রীতিমতো টেকনিক্যাল বিষয়গুলিও দক্ষতার সাথে শিখাচ্ছে মাদক কারবারির আন্তঃরাজ্য পান্ডারা। যে তিনজনকে পুলিশে এদিন গ্রেপ্তার করেছে, তারাও আন্তরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বুধবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ।

Advertisment

আরও পড়ুন- মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেতে মরিয়া চেষ্টা ইডির! শেষমেশ আদালত কী জানাল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বরকত শেখ, হাসিবুর শেখ এবং রউফ শেখ। এদের বাড়ি কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের হারুচক এলাকায়। বিভিন্ন এলাকা থেকে ব্রাউন সুগার তৈরীর কাঁচা সামগ্রী অপরাধীরা কালিয়াচকে মজুত করছে। এরপর বিভিন্ন পদ্ধতিতে কেমিক্যাল মিশিয়ে সেই ব্রাউন সুগারগুলি তৈরি করা হচ্ছে। ব্রাউন সুগার তৈরি করার ক্ষেত্রে জল দিয়ে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এরপর সেটি সুতির কাপড়ে ভাগ ভাগ করে পুটলির মতো বেঁধে আম বাগানের গাছে অথবা বাঁশ ঝারে ঝুলিয়ে রাখতে হয়। তবেই সেখান থেকে জল বেরিয়ে আসে। পরবর্তীতে সেগুলি শুকিয়ে গেলেই পুরোপুরি মাদক প্রক্রিয়ায় পরিণত হয়। 

পুলিশ জানিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজপুর এলাকার নির্জন একটি আমবাগানে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। সেই বাগানেই রাতের অন্ধকারের মধ্যে টর্চ মেরে দেখা যায় প্রতিটি গাছে অসংখ্য সুতির কাপড়ে মোড়ানো মাদকের পুটলি ঝুলছে । এরপরই স্থানীয়দের সাহায্য নিয়েই অন্তত ৮০টি মাদকের পুটলি উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন-চার দশকের মধ্যে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ, ফের মঙ্গলের পুনরাবৃত্তি? চরম আশঙ্কায় ঘুম উড়ল শহরবাসীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর এখনও পর্যন্ত ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ১১৩ টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ২৪১ জন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৯৭ কেজি ব্রাউন সুগার। 

বুধবার এপ্রসঙ্গে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, কিছু ক্ষেত্রে পুরনো মাদক কারবারীরা এই ধরনের ব্রাউন সুগার তৈরির মাস্টার মাইন্ড রয়েছে । তারাই আবার এই কারবার বাড়াতে কিছু দুষ্কৃতিদের দিয়ে মাদক তৈরি করা শিখাচ্ছে। বিহার , ঝাড়খন্ড থেকে ব্রাউন সুগার কারবারিদের মাধ্যমে মাদকের পূর্ণতা এবং বাজারে চলার মত উপযোগী হয়েছে কিনা সেটিও টেস্ট করে দেখা হয়। এদিন কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে।

এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার এর আগে মালদায় কখনো উদ্ধার হয় নি। এই ৩৯ কেজি ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার মাস্টারমাইন্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য মালদা আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ওই বাগান মালিকের খুব চালানো হচ্ছে।

Malda Arrest Bengali News Today