/indian-express-bangla/media/media_files/2025/09/24/kolkata-heavy-rainfall-floods-10-dead-durga-puja-kolkata-airport-kolkata-mamata-banerjee-imd-weather-forecast-for-puja-2025-09-24-11-48-59.jpg)
চার দশকের মধ্যে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ, মঙ্গলের পুনরাবৃত্তি আগামীকালও?
Weather Today Kolkata: কলকাতায় গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের জেরে কার্যত অচল হয়ে পড়ল শহর। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে থমকে জনজীবন। মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। মঙ্গলবার ভোরে এক ঘণ্টার মধ্যে ৯৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর (IMD)। যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া অনেকেই একে মেঘ ভাঙা বৃষ্টি বলে উল্লেখ করলেও আদরে এই বৃষ্টিপাত ‘ক্লাউডবার্স্ট’-এর আওতায় পড়ে না।
আরও পড়ুন- ১৯৭১-এর যুদ্ধে ক্ষতিগ্রস্ত মন্দির, থামেনি দেবীর আরাধনা, এপুজোর নেপথ্যের গল্পটা গায়ে কাঁটা দেয়!
একরাতের টানা প্রবল বর্ষণে কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ঠিক দুর্গাপুজোর ক’দিন আগে টানা বৃষ্টিতে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়ে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ে শহরে বৃষ্টির পরিমাণ ২৫১.৪ মিমি, যা ১৯৮৬ সালের পর সর্বাধিক এবং গত ১৩৭ বছরের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। এর আগে ১৯৭৮ সালে রেকর্ড হয়েছিল ৩৬৯.৬ মিমি বৃষ্টি। এদিন দক্ষিণ কলকাতার গড়িয়ার কামডহরিতে সবচেয়ে বেশি ৩৩২ মিলিমিটার এলাকায় ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি বৃষ্টি রেকর্ড হয়। উত্তর কলকাতার ঠনঠনিয়ায় এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯৫ মিমি। কালীঘাট (২৮০ মিমি) এবং বালিগঞ্জ এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল (২৯৫ মিমি)।
আরও পড়ুন- সাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ষষ্ঠী থেকেই তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা? জানুন লেটেস্ট আপডেট
এদিকে প্রবল বৃষ্টিপাতের জেরে শহরে জমা জলে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যেমন ইএম বাইপাস, এজিসি বসু রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ-এ কোমর সমান জলে থমকে যায় যানচলাচল। পার্ক সার্কাস, গড়িয়া হাট, বেহালা, কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ঘণ্টার পর ঘণ্টা যানজট দেখা দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর ঘটনায় সিইএসসি-র (CESC) ত্রুটিকে দায়ী করেছেন।একইসঙ্গে তিনি মানুষকে সতর্ক থেকে ঘরে থাকার আবেদন জানান।
অপরদিকে, রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের দু’দিন আগে থেকেই বুধবার থেকে শুরু হয়ে যাবে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের দুর্গাপুজোর ছুটি। কলকাতা বিশ্ববিদ্যালয় (CU) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU) সমস্ত পরীক্ষা ও পাঠক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন- বৃষ্টি থামলেও এখনও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, চরম দুর্ভোগে শহরবাসী
প্রবল বৃষ্টিপাতেরর জেরে হাওড়া ও শিয়ালদহ টার্মিনাল থেকে পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হয়। মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহীদ খুদিরাম) লাইনের মহনায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যে জল জমে যাওয়ায় পরিষেবা বন্ধ রাখতে হয়। বিমান চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যা পর্যন্ত অন্তত ৯০টি ফ্লাইট বাতিল হয় এবং আরও ৯০টির বেশি বিমান দেরিতে ছাড়ে।
আরও পড়ুন-'দেশের মানুষকেই বোমা মেরে খুন করছে', রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের
আবহাওয়া দফতর সূত্রে প্রবল বৃষ্টির কারণ হিসেবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপকেই দায়ি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সিস্টেম সক্রিয় থাকবে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এর ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ সেপ্টেম্বর আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে পুজোর ফের ঘনাচ্ছে আশঙ্কার কালো মেঘ।