Chandranath Sinha:মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেতে মরিয়া চেষ্টা ইডির! শেষমেশ আদালত কী জানাল?

Primary teacher recruitment scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

Primary teacher recruitment scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

author-image
IE Bangla Web Desk
New Update
Logistics industry status & corridor,logistics sector, industry status, corridor project, investment, infrastructure,লজিস্টিক সেক্টর, শিল্প অবস্থা, করিডর প্রকল্প, বিনিয়োগ, অবকাঠামো Election prep, polling personnel database,EMMS 2.0, polling personnel, elections 2026, CEO portal, voter prep,ইএমএমএস ২.০, নির্বাচনকর্মী, ২০২৬ নির্বাচন, চিফ ইলেকটোরাল অফিসার, ভোট প্রস্তুতি ,Weather forecasts, Rain during Puja,rain forecasts, Navami, Dashami, low-pressure system, coastal / North Bengal,বৃষ্টিপূর্বাভাস, নবান্ন, দশমী, নিম্নচাপ, উপকূলীয় / উত্তরবঙ্গ,primary recruitment scam, ssc, chandranath sinha, kolkata news,ed,চন্দ্রনাথ সিনহা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, ইডি

Chandranath Sinha: মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

Primary teacher recruitment scam:অবশেষে দুর্গাপুজোর ঠিক আগে বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর জামিন বহাল রেখেছে বিশেষ ED আদালত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। আজ শুনানিতে তাঁর সেই জামিন বহাল রেখেছে আদালত।

Advertisment

তবে জামিন বহাল রাখলেও এই বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি আধিকারিকরা চাইলে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তবে সেক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করতে পারবে না  ইডি। শুধু তাই নয়, বিকেল পাঁচটার আগেই চন্দ্রনাথ সিনহাকে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন বিচারক।

আরও পড়ুন- Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে পুজোর আগেই চালু বাম্পার বন্দোবস্ত! অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর

Advertisment

আদালত আরও জানিয়েছে, ওই দু'দিন জিজ্ঞাসাবাদের পরেও যদি ইডির আধিকারিকরা সন্তুষ্ট না হন, তাহলে চন্দ্রনাথ সিনহাকে আবারও সমন পাঠানো হতে পারে। উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তাঁর বোলপুরের বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। 

সেই টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি মন্ত্রী, এমনই দাবি ইডির। সেই কারণেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। তারপর চন্দ্রনাথ সিনহা বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন এবং তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

আরও পড়ুন-North 24 Parganas News:মোবাইল গেমই কেড়ে নিল নাবালকের প্রাণ, গোটা ঘটনা জানলে তাজ্জব হবেন!

গতকালই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির করা আবেদন নিয়ে রায় ঘোষণার কথা ছিল বিচারকের। গতকাল প্রাকৃতিক দুর্যোগের জেরে বিচার ভবনে আইনজীবীরা যাননি। বিচারকও এজলাসে বসেননি। বুধবার অর্থাৎ আজ ইডির আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার কথা ছিল আদালতের। 

সেই রায়ে এবার বিশেষ ইডি আদালত জানিয়ে দিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে এখনই কঠোর কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। বুধবার এই রায়ের পর চন্দ্রনাথ সিনহাও আদালতের ওপর আস্থা দেখিয়েছেন। সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন, আদালতের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আগামী দিনেও থাকবে।

ED primary teachers recruitmen scam Chandranath Sinha