Advertisment

Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ, পুণ্যার্থীদের সুবিধার্থে আরও এক যুগান্তকারী উদ্যোগ

Digha-Jagannath Temple: রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দিরের দ্বারোদঘাটন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Debanjana Maity
New Update
Digha,DSDA,Jagannath temple in Digha,Jagannath temple,west bengal news,দিঘা,জগন্নাথ মন্দির

Jagannath Temple:দিঘার জগন্নাথ মন্দির।

DSDA is constructing two bathing ghats for devotees of Jagannath temple in Digha: খোদ রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় (Digha) গড়ে উঠেছে পুরীর (Puri) আদলে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দিরের উদ্বোধনের ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরকে ঘিরে চৈতন্যদ্বার নির্মাণেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই দ্বার তৈরির কাজও চলছে পুরোদমে। তারই মাঝে এবার ওল্ড দিঘার শেষ সীমানায় দুটি নতুন ঘাটও তৈরি করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)।

Advertisment

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাসের কথায়, "মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকেই স্নান করেন। স্নানের পরে মন্দিরে ঢোকেন অনেকে। সেই পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে পুরনো জগন্নাথ মন্দিরের কাছে এবং নতুন জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় মোটি দুটি সমুদ্রস্নানের ঘাট তৈরি করা হচ্ছে। ঘাটগুলি তৈরি হয়ে গেলে পর্যটকদের সমুদ্র স্নানেও অনেক সুবিধে হবে।"

রাজ্যের বর্তমান সরকার সমুদ্রনগরী দিঘাকে ঢেলে সাজিয়েছে। পর্যটকদের কথা ভেবে দিঘার সমুদ্রপাড় থেকে শুরু করে লাগোয়া এলাকাগুলির সৌন্দর্যায়নে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সরকার। পূর্ব মেদিনীপুরের এই সৈকতনগরীতে পর্যটকদের মনোরঞ্জনের জন্যও একগুচ্ছ বিনোদনের বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে দিঘায় গড়ে উঠেছে সুবিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের কাজ প্রায় শেষের পথে। আগামী অক্ষয় তৃতীয়ার দিনেই মন্দিরের দ্বারোদঘাটন হবে। 

আরও পড়ুন- Partha Chatterjee: পার্থের আবেদনে সাড়া, বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন প্রাক্তন মন্ত্রী

Advertisment

দিঘার এই মন্দির রাজ্যের পর্যটন মানচিত্রে নয়া পালক যোগ করবে বলে আশাবাদী সরকার। এলাকার ব্যবসায়ীরাও জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পথ চেয়ে বসে আছেন। দিঘার বুকে এই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেলে এলাকায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে তাঁরা আশাবাদী। 

আরও পড়ুন- Birbhum News: ফের রাজ্যে আক্রান্ত পুলিশ, দুষ্কৃতী ধরতে গেলে মারধর পুলিশকে, IC-র কলার ধরে টান

Digha Bangla News Bengali News Today Jagannath Dev Jagannath Temple Lord Jagannath Tourists in Digha news in west bengal
Advertisment