partha chatterjee have been allowed by cbi court to take treatment in pvt hospital: অবশেষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল বিশেষ সিবিআই আদালত। জেলে থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না তিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত।
এসএসকেএম হাসপাতালে নয়, পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসা করাতে পারবেন বেসরকারি হাসপাতালেই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদনে শেষমেষ সাড়া দিয়েছে বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
তবে দিন পাঁচেক আগে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। কিডনি এবং ফুসফুসের সমস্যা বেড়ে যায়। তাঁকে ICU-তে স্থানান্তর করেন চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়ালে জানান, এসএসকেএম হাসপাতালে তাঁর মক্কেলের যথাযথভাবে চিকিৎসা হচ্ছে না। তাই পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ব্যাপারে ছাড়পত্র দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী।
আরও পড়ুন- Birbhum News: ফের রাজ্যে আক্রান্ত পুলিশ, দুষ্কৃতী ধরতে গেলে মারধর পুলিশকে, IC-র কলার ধরে টান
এবার পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়েছে বিশেষ সিবিআই আদালত। তাঁকে জানানো হয়েছে তিনি চাইলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতেই পারেন। তবে বেসরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশকে থাকতে হবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন- West Bengal News Live: 'পরিষ্কার করে বলুন কী চাই, টাকা'? মদনের বেলাগাম নিশানায় আরজি করের নির্যাতিতার পরিবার