Mahalaya Weather Update: ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিং! মহালয়ার দিনেই তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সতর্কবার্তা জারি, মন খারাপ আপামোর বাঙালির

Mahalaya Weather Update:আজ মহালয়া। চারিদিকে পুজো পুজো গন্ধ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই আসন্ন দুর্গাপুজোয় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

Mahalaya Weather Update:আজ মহালয়া। চারিদিকে পুজো পুজো গন্ধ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই আসন্ন দুর্গাপুজোয় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
durga-puja-2025-kolkata-rain-forecast-imd-alert

ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিং!

Kolkata Today Weather: আজ মহালয়া। চারিদিকে পুজো পুজো গন্ধ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই আসন্ন দুর্গাপুজোয় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিং। এই খবর সামনে আসতেই স্বভাবতই মন খারাপ হুজুকে বাঙালির।  

Advertisment

উৎসবের দিনগুলোয় সঙ্গে ছাতা রাখা মাস্ট। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, পুজোর বেশিরভাগ  দিনেই চলবে বৃষ্টি। আগামী ২ অক্টোবর পর্যন্ত শহরে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।  

এক সাংবাদিক বৈঠকে আইএমডি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন  আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে সন্ধের পর থেকে হালকা বৃষ্টি হতে পারে। ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির দাপট বাড়বে। শহরজুড়ে চলবে ব্যাপক বৃষ্টিপাত। ২৩ ও ২৪ সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসবে প্রায় ৩১ ডিগ্রিতে।

Advertisment

Mahalaya 2025: মহালয়ার সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, পূর্বপুরুষদের উদ্দেশে চলছে তর্পণ

সবচেয়ে গুরুত্বপূর্ণ  ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত (২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর) মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এক-দু’দিন একাধিক দফায় বৃষ্টি হতে পারে, যার ফলে ভেস্তে যেতে পারে  সন্ধ্যার প্যান্ডেল হপিং। দশমীর দিন এবং অক্টোবরের প্রথম সপ্তাহেও ভিজতে পারে  শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, বৃষ্টি-ঝড়ের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২২ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই মালদহে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।

Ajker Rashifal Bengali, 21 September 2025: মেষ থেকে মীন, কেমন কাটবে রবিবার? দেখে নিন রাশিফল

যদিও বৃষ্টি চললেও কলকাতায় আবহাওয়া উষ্ণ ও আর্দ্রই থাকবে। দিনে তাপমাত্রা ২৯ থেকে ৩৩ ডিগ্রি এবং রাতে ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে মেঘলা আকাশ কিছুটা হলেও আরাম দেবে সেপ্টেম্বরের গরম থেকে।

IMD Mahalaya