Ajker Rashifal Bengali, 21 September 2025: মেষ থেকে মীন, কেমন কাটবে রবিবার? দেখে নিন রাশিফল

Ajker Rashifal Bengali, 21 September 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন—প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যে কেমন কাটবে আপনার দিন, বিস্তারিত জেনে নিন এখানে।

Ajker Rashifal Bengali, 21 September 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন—প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যে কেমন কাটবে আপনার দিন, বিস্তারিত জেনে নিন এখানে।

author-image
IE Bangla Web Desk
New Update
today sunday horoscope

Today Sunday horoscope- রবিবারের রাশিফল, 21 September, 2025।

Ajker Rashifal Bengali, 21 September 2025: প্রেম, কর্মজীবন, পরিবার, স্বাস্থ্য আর আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে? চলুন দেখে নিই মেষ থেকে মীন প্রতিটি রাশির জন্য বিস্তারিত ভবিষ্যদ্বাণী। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। অলসতা মানসিক অশান্তি বাড়াবে। সন্দেহজনক আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। প্রেমে যোগাযোগের অভাব দুশ্চিন্তা আনতে পারে। স্ত্রী আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারেন, তবে ভালোবাসা দিয়ে সম্পর্ককে মজবুত করা সম্ভব।

আরও পড়ুন-  এই রঙের পোশাকে নবরাত্রির প্রতিটি তিথি করুন উজ্জ্বল!

বৃষ/ Taurus রাশিফল Rashifal

অতিরিক্ত রাগ পারিবারিক সমস্যার কারণ হতে পারে। অর্থ ব্যয়ে সচেতন হোন, হঠাৎ অর্থের প্রয়োজন হতে পারে। প্রেমিক/প্রেমিকা আজ অনিশ্চিত মেজাজে থাকবেন। অপ্রত্যাশিত আমন্ত্রণ ও উপহার পেতে পারেন।

Advertisment

আরও পড়ুন- কেন মহালয়াতেই হয় তর্পণ, এবছর আবার সূর্যগ্রহণ, তর্পণ করা কি যাবে?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজকের দিন শুরু করুন ইতিবাচক চিন্তায়। প্রবীণদের আশীর্বাদ নিন। অবিবাহিতদের জন্য বিশেষ কারও আগমন ঘটতে পারে। সম্পর্কের বিষয়ে পরিষ্কার ধারণা রাখা জরুরি। বিবাহিত জীবনে সুখ ও ভালোবাসা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- শুভ-অশুভর জাঁতাকলে নয়, মহালয়ায় এইসব বার্তা শেয়ার ত্রুটিমুক্ত!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

নিজেকে ভালো রাখে এমন কাজে সময় দিন। নতুন অর্থনৈতিক সমঝোতা সফল হবে। পরিবারের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। প্রেমে মধুর সময় কাটবে। হঠাৎ ছুটি নিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ আসতে পারে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় 'শুভ মহালয়া' বার্তা লেখা উচিত হচ্ছে? সঠিকটা জানুন

সিংহ/ Leo রাশিফল Rashifal

আপনার রসবোধ আজ আশীর্বাদস্বরূপ কাজ করবে। ভাইবোনের আর্থিক সাহায্য চাপে ফেলতে পারে। প্রেমজীবনে স্বপ্নের মুহূর্ত আসবে। আজ আপনি একান্ত সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবনে আবেগপ্রবণ ঘটনা ঘটতে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ আনন্দময় ভ্রমণ বা পারিবারিক আড্ডায় সময় কাটবে। পরিবারের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রেমিক/প্রেমিকা আপনার ওপর নির্ভরশীল হতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

স্বাস্থ্য ভালো থাকবে। প্রবীণদের আশীর্বাদে সাফল্য পাবেন। প্রেমে হতাশা এলেও মনোবল হারাবেন না। একান্ত সময় কাটানোর সুযোগ মিলবে। পুরোনো সমস্যা নিয়ে অপ্রত্যাশিত বিতর্ক হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ আশার আলো পাবেন। ব্যবসায়ে লাভের সম্ভাবনা। নতুন বন্ধুত্ব হবে। তবে গোপন সম্পর্ক সুনাম ক্ষুণ্ণ করতে পারে। স্ত্রী আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

মজা ও আনন্দে ভরা দিন। ভ্রমণে সতর্ক থাকুন, চুরি হতে পারে। বাবার সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। প্রেমজীবন অনিশ্চিত হলেও দিনটি শুভ। দিবাস্বপ্ন থেকে সৃজনশীল আইডিয়া আসতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

ব্যস্ততার মাঝেও স্বাস্থ্যে ভালো থাকবেন। অর্থনৈতিক সংবেদনশীলতা সম্পর্ক নষ্ট করতে পারে। শখ পূরণে সময় দিন। বন্ধুত্ব থেকে প্রেম আসতে পারে। বিবাহিত জীবনে ভালোবাসা অনুভব করবেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আপনার রসিকতা অন্যকে প্রভাবিত করবে। নতুন প্রকল্পে অর্থ সংগ্রহ সম্ভব। গোপন খবর আশ্চর্য করবে। প্রেমে উচ্ছ্বাস থাকবে। দূর থেকে সুখবর পেতে পারেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

কাজে চাপ ও পারিবারিক মতভেদ সমস্যা তৈরি করতে পারে। তবে শিশুদের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। প্রেমে ভান করা সম্পর্ক এড়িয়ে চলুন। বিবাহিত জীবনে চাপ এলে বিশ্রাম নিন।

bengali Ajker Rashifal