Durga Puja 2025: ২০২৫-এর দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো থেকে সন্ধি পুজো, জানুন সময়সূচি

Belur Math Puja timings: সামনের মাসেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বেলুড় মঠ এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করেছে।

Belur Math Puja timings: সামনের মাসেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বেলুড় মঠ এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
belur math

Durga Puja 2025-Belur Math: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের।

Durga Puja calendar Belur Math:সামনের মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করে দিল বেলুড় মঠ। গত বছরের তুলনায় এবার দুর্গাপুজো বেশ খানিকটা আগেই পড়েছে। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে পুজো প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে।

Advertisment

বেলুড় মঠের দুর্গাপুজো বরাবরই উৎসবপ্রেমী বাঙালির কাছে বাড়তি আকর্ষণ। দুর্গাপুজোর কয়েকটা দিন বেলুড় মঠে রীতিমতো ঢল নেমে যায় ভক্তদের। এবার বেলুড় মঠের তরফে দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট: 

Advertisment

সপ্তমী : সোমবার ১২ আশ্বিন ( ২৯ সেপ্টেম্বর ), পুজো শুরু - ভোর ৫.৪০ মিনিট। 

অষ্টমী: মঙ্গলবার ১৩ আশ্বিন ( ৩০ সেপ্টেম্বর ), পুজো শুরু - ভোর ৫:৪০ মিনিট।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'প্রশাসনেও ঢুকে পড়ছে I-PAC', মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর

কুমারী পুজো : পুজো শুরু সকাল ৯টায়।

সন্ধি পুজো : পুজো ৫.৪৩ মিনিট থেকে সন্ধে ৬.৩১ মিনিট।

১৪ আশ্বিন ( ১ অক্টোবর ) বুধবার মহানবমী : পুজো শুরু সকাল ৫:৪০ মিনিট ।

আরও পড়ুন- West Bengal News live Updates:দেনার দায়ে শেষমেশ চরম সিদ্ধান্ত! দু'জনের বীভৎস মৃত্যু, আশঙ্কাজনক আরও ১

হোম: দেবীর ভোগারতির পর। 

পুষ্পাঞ্জলি : প্রতিদিন দেবীর ভোগারতির পর ।

সন্ধ্যা আরতি : প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর।

Belur Math Durgapuja puja