/indian-express-bangla/media/media_files/2025/09/30/rr-2025-09-30-16-53-29.jpg)
Ashthami rain: অষ্টমীর সকালে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।
Kolkata Puja weather: ষষ্ঠী, সপ্তমী দারুণ আবহাওয়ায় জমিয়ে ঠাকুর দেখা হয়েছে। কিন্তু অষ্টমীর সকাল গড়াতেই কলকাতার পাশাপাশি বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।
কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পর্যন্ত হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, অষ্টমীর রাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায়। তবে কি আজ রাত থেকেই বিরাট হাওয়া বদল? কেমন কাটবে নবমী-দশমী?
আরও পড়ুন- Durga Puja 2025: ছাতিনাকান্দিতে ৩৫০ বছরের ঐতিহ্য অনুযায়ী কামানদাগা দিয়ে সন্ধিপূজার সূচনা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অষ্টমীর সন্ধ্যে বা রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামিকাল নবমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। সেটি যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে আগামিকাল নবমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us