Advertisment

Durga Puja Donation: 'পুজোয় সরকারি অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে', নিদান দাপুটে তৃণমূল বিধায়কের

Durga Puja 2024: এই বছর দুর্গাপুজোয় ৮৫ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই একাধিক পুজো কমিটি সরকারি অনুদানের টাকা না নেওয়ার কথা জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Durga puja donation 2024, purba bardhaman tmc mla mangobinda adhikari controversial speech, পূর্ব বর্ধমান, ভাতার, মানগোবিন্দ অধিকারী

দুর্গাপুজোর অনুদানের চেক বিলি অনুষ্ঠান। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।

Durga Puja 2024: সরকারি অনুদান নিয়ে দুর্গাপুজো করলে পুজো মণ্ডপে টাঙাতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি। সরকারি অনুদান নিয়ে দুর্গাপুজো করা কমিটি গুলিকে সোমবার এমনই নিদান ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। শুধু এই নিদান দেওয়াই নয়, পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোয় আপত্তি থাকলে কী করতে হবে তাও এদিন বাতলে দিয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের এই তৃণমূল বিধায়ক। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "মুখ্যমন্ত্রীর ছবি টাকাতে আপত্তি থাকলে সরকারি অনুদানের টাকা নেবেন না।"

Advertisment

ভাতারের ১৬২টি পুজো কমিটি এবছর সরকারি অনুদান পাচ্ছে। তার জন্য রীতিমতো মঞ্চ বেঁধে পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়ার ব্যবস্থা এদিন করা হয় ভাতার থানায়। ৭৫টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাকি কমিটিগুলিকে দু'-একদিনের মধ্যে চেক তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিন এই চেক বিতরণ অনুষ্ঠানে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী সহ জেলা পুলিশের অন্য কর্তারাও উপস্থিত ছিলেন। 

সেই মঞ্চে দাঁড়িয়েই পুজো অনুদানের চেক নিতে আসা পুজো কমিটি গুলিকে উদ্দেশ্য করে চড়া সুরে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যাণ্ডেলে টাঙানো থাকে। এটা টাকাটা কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আপনারা নিচ্ছেন। এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক। কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস। মুখ্যমন্ত্রীর ছবি পুজো মণ্ডপে টাঙাতে আপত্তি থাকলে টাকা আপনারা টাকাটা নেবেন না। ছবি টাঙাতে অসুবিধা হলে তাঁদের  টাকাটা না নেওয়াটাই ভালো। অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না।"

আরও পড়ুন- Durga Puja 2024: বন্যায় ভেসে আসা কাঠেই দেবীমূর্তি তৈরি, শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর নেপথ্যের গল্প অবাক করবে!

আরও পড়ুন- Hilsa: উপচে পড়া জোগান, দামও নাগালেই, তবু ইলিশ ছুঁয়েও দেখছেন না ভোজনরসিকরা

আরও পড়ুন- Kolkata Durga Puja 2024 Travel Guide: কলকাতার 'সেরার সেরা' পুজো দেখুন মেট্রোয় চেপে, কোন স্টেশনের কাছে কোন বড় পুজো?

এদিকে, পুজোর সরকারি অনুদান নিয়ে তৃণমূল বিধায়কের এহেন নিদানের সমালোচনা করে জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "সরকার আর দল সব গুলিয়ে ফেলেছেন বিধায়ক। তাই এরকম হুঁশিয়ার  দিয়েছেন। পুলিশ প্রশাসনের মঞ্চে বসে তিনি নিয়ম তৈরি করছেন। এটা মানা যায় না।" তবে বিধায়কের পাশে দাঁড়িয়ে ভাতারের অপর তৃণমূল নেতা শান্তনু কোনার বলেন, "কৃতজ্ঞতা প্রকাশের জন্য বা ধন্যবাদ দেওয়ার জন্য বিধায়ক একথা বলেছেন। এটা একেবারে সাধারণ কথা। এটা তিনি বলতেই পারেন।"

Purba Bardhaman Durga Puja 2024 Durga Puja
Advertisment