/indian-express-bangla/media/media_files/2025/09/25/durga-puja-2025-09-25-16-51-58.jpg)
Durga Puja 2025: বহু প্রাচীন এই জমিদার বাড়ির পুজোর নেপথ্যের বহু গল্প আজও চর্চায়!
Durga Puja: ৪০০ বছরেরও বেশি পুরনো এই দুর্গাপুজো। পূর্ব মেদিনীপুরের এগরার বারানীধি গ্রামের চৌধুরী বাড়িতে এখন জেরাদার প্রস্তুতি। মারাঠা আমলে বাড়ির আদি পুরুষ ফতে সিং চৌধুরী এই পুজো শুরু করেছিলেন।
তখন আশেপাশে আর কোনও দুর্গোৎসব ছিল না, তাই জমিদার বাড়িতেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। সেই থেকে আজ অবধি অবিরাম চলছে এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব। একসময় জমিদার বাড়ির চত্বর ভরে উঠত মানুষের ভিড়ে, রাজকীয় জৌলুসে জমে উঠত পুজো।
আরও পড়ুন-BJP:'মাস্টারস্ট্রোক' BJP-র! '২৬-এর ভোটে বাংলায় শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন জানেন?
যদিও আজ আর নেই জমিদারির আভিজাত্য, ঐতিহ্যের আলো এখনো উজ্জ্বল। বর্তমান প্রজন্মের চৌধুরী পরিবার নিজেরাই সমস্ত আয়োজন করেন। প্রতিমা নির্মাণ, হোমযজ্ঞ, ভোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তারা সামলান। এখানকার মূল আকর্ষণ হোমযজ্ঞের অগ্নি প্রজ্জ্বলন, যেখানে দেশলাই নয়, আতশকাঁচে সূর্যের আলো ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন।
আরও পড়ুন-Kolkata bus:হঠাৎ কলকাতায় প্রায় উধাও বাস! পুজোর দিনগুলিতে শহরে মিলবে না 'সস্তার যান'?
দর্শনার্থীদের জন্য থাকে ৫২ ভোগের আয়োজন—ছানাবড়া, পোলাও, কুমড়ো, দোরমা, পিঠে সহ নানা পদ। পুজোর দিনগুলিতে স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা ভোগের স্বাদ নিতে হাজির হন জমিদার বাড়ির অন্দরে।
এই দুর্গোৎসব শুধু একটি পরিবারের নয়, বরং পুরো এলাকার আবেগ, ভক্তি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে। সময় পাল্টালেও ঐতিহ্য জীবন্ত থেকে গেছে, প্রমাণ করে প্রজন্ম থেকে প্রজন্মে কীভাবে সংস্কৃতি টিকে থাকে।