রাজ্যে মেডিকেল পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে এবার গর্জে উঠলেন ওড়িশার মুখ্যমন্ত্রী, স্বচ্ছ তদন্তের দাবিতে সোচ্চার জাতীয় মহিলা কমিশনও

দুর্গাপুরের একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। শুক্রবার রাত ৮টা নাগাদ ওই কলেজ ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্গাপুরের একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। শুক্রবার রাত ৮টা নাগাদ ওই কলেজ ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

গর্জে উঠলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

দুর্গাপুরের একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। শুক্রবার রাত ৮টা নাগাদ ওই কলেজ ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় যারপরনাই হতাশ নির্যাতিতা ছাত্রীর পরিবার। 

Advertisment

আরও পড়ুন- কাশ্মীরে পোস্টিং, বিয়ের প্রস্তাব বারে বারে ফিরিয়েছিলেন সুজয়, ভয়ঙ্কর কিছুর আঁচ পেয়েছিলেন?

দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারীর। বিচারবিভাগীয় তদন্তের দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের। MBBS ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। বিক্ষোভ প্রদর্শন সিপিএম-বিজেপির। প্রশ্ন বেসরকারি কলেজের নিরাপত্তা নিয়েই। এদিকে এই ঘটনার পর তরুণীকে দেখতে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। 

Advertisment

জানা গিয়েছে, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ৷ এদিকে এই ঘটনায় নির্যাতিতা তরুণীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মহন চরণ মাঝি। একই সঙ্গে তিনি গোটা ঘটনার নিন্দাও জানিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে এক পোস্টে ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন, দুর্গাপুরে ওড়িশার মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি"। পাশাপাশি তিনি রাজ্যের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার। এর পাশাপাশি নির্যাতিতা তরুণীর পরিবারের পাশে থাকার সেই সঙ্গে সর্বতোভাবে সাহায্য করার উল্লেখও করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কোনও পার্টি খেলা-মেলায় চলে গেলে তার পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগত রায়

ঘটনার বিষয়ে শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, “পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। ছাত্রীর বন্ধুর সঙ্গে গত রাতে কথা বলা হয়েছে। আমরা CCTV ফুটেজ খুঁজছি। ফরেন্সিক দল ঘটনাস্থলে পাঠানো হবে। ছাত্রীর বিবৃতি রেকর্ড করা হয়েছে।”

নির্যাতিতা ওই তরুণী বর্তমানে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার জানিয়েছে, “আমরা আজ সকালেই দুর্গাপুরে পৌঁছেছি, কারণ মেয়ের বন্ধুদের কাছ থেকে ফোন এসেছিল।”ছাত্রীর মা বলেন, “আমার মেয়ে ক্যাম্পাসের বাইরে ডিনারে গিয়েছিল, তখন এই ঘটনা ঘটেছে।” তরুণীর বাবা বলেন, “আমরা শুনেছি কলেজটি পড়াশোনার দিক থেকে ভাল ছিল, সে কারণে তাকে এখানে ভর্তি করিয়েছিলাম।”

আরও পড়ুন- ঘুমের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু বাংলার ৬ পরিযায়ী শ্রমিকের, বাকরুদ্ধ অধীর

বাংলায় চিকিৎসক তরুণীকে গণধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজিপিকে লেখা এক চিঠিতে এই ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার, দ্রুত ও স্বচ্ছ তদন্ত, এবং নির্যাতিতার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করার উল্লেখ করা হয়েছে। কমিশন এই বিষয়ে ৫ দিনের মধ্যে একটি “অ্যাকশন টেকেন রিপোর্ট” চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি কমিশনের তরফে সদস্য অর্চনা মজুমদারকে দুর্গাপুরে গিয়ে নির্যাতিতা তরুণীর সঙ্গে দেখা করে তাকে সব রকমের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।  

Durgapur Girl Rape Gang Rape