/indian-express-bangla/media/media_files/2025/10/11/saugata-2025-10-11-14-26-21.jpg)
Saugata Roy: তৃণমূল সাংসদ সৌগত রায়।
Sougata Roy-controversy: বিস্ফোরক মন্তব্য দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বরানগরে দলের বিজয়া সম্মীলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ তাঁরই দলের একাংশের নেতা-কর্মীদের বার্তা দিতে গিয়ে যা বলেছেন তা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
কী বলেছেন সৌগত রায়?
"যদি কোনও একটা পার্টি খেলা-মেলার মধ্যে চলে যায়, তবে তার পলিটিক্যাল সেন্স চলে যায়। আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরে নির্বাচন। জেতাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন না। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন তারা কি মনে রাখছেন এটা শহিদদের পার্টি? নাকি ভাবছেন, এর মধ্যে যা কামিয়ে নেওয়ার কামিয়ে নিই। এটা মূল বিষয় যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।"
এদিকে সৌগত রায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ এব্যাপারে সংবাদমাধ্যমে বলেছেন, "খেলা-মেলায় তো তৃণমূল আজ যায়নি! এর আগে যখন বামেরা তৃণমূল সরকারের খেলা-মেলা নিয়ে সমালোচনা করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন খেলা-মেলা করব না তো কি শ্রাদ্ধ করব? সৌগত রায় বোধ হয় বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে।"
আরও পড়ুন-Kolkata Metro:বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর! রবিবারেও দুরন্ত পরিষেবা, জানুন বিশদে
BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "সৌগত রায়ের সমাজকে চেনার অভিজ্ঞতা প্রশ্নাতীত! তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বহুবার জনপ্রতিনিধি হয়েছেন। বহুবার দল পরিবর্তনও করেছেন। গতকাল তিনি SIR নিয়ে বলেছিলেন। বলেছিলেন, এস আই আর হলে অসুবিধা কোথায়? সম্পূর্ণ ওদের দলের অবস্থানের বাইরে গিয়ে কথাটা বলেছিলেন। মাঝেমধ্যে উনি দলের বিবেক হয়ে ওঠেন।"