ঘুমের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু বাংলার ৬ পরিযায়ী শ্রমিকের, বাকরুদ্ধ অধীর

বেঙ্গালুরুর নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাত জন শ্রমিকের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ বাকি এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বেঙ্গালুরুর নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাত জন শ্রমিকের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ বাকি এক জনের অবস্থা আশঙ্কাজনক।

author-image
Gopal Thakur
New Update
cats

বেঙ্গালুরুর নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাত জন শ্রমিকের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে

বেঙ্গালুরুর নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাত জন শ্রমিকের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ বাকি এক জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি  বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাকরুদ্ধ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। 

Advertisment

আরও পড়ুন-বাতিল থাকবে ট্রেন, নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে, রেলের এই ডিভিশনে ৭ দিনের 'ট্রাফিক ব্লক'

ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে বেঙ্গালুরুর বিরডি এলাকায়। সূত্রের খবর, ওই দিন রাতে শ্রমিকরা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন, সেই সময় ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ঘুমন্ত অবস্থায় থাকার কারণে তারা ঘর থেকে বেরোতে পারেননি। এই মর্মান্তিক অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে জাহিদ আলি (৩৫), মিনারুল শেখ (৩২) এবং তাজিবুল শেখ (৩১) সহ মোট ৬ জনের। 

Advertisment

ঘটনার খবর পেয়ে অধীর রঞ্জন চৌধুরী তৎক্ষণাৎ আহত শ্রমিকদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও, ৮০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাঁদের প্রাণ রক্ষা সম্ভব হয়নি।

আরও পড়ুন-দীঘা যাওয়ার পথে চরম বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতার সঙ্গে সংযোগকারী এই ব্যাস্ততম ব্রিজ, স্তব্ধ যানচলাচল

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে স্থানীয় ঠিকাদার হাসান মন্ডল প্রায় একদল শ্রমিককে মুর্শিদাবাদের বহরমপুর ও হরিহরপাড়া এলাকা থেকে বেঙ্গালুরুতে নির্মাণকাজে পাঠিয়েছিলেন। তারা নির্মাণস্থলের পাশেই একটি অস্থায়ী ঘরে থাকতেন। সেখানেই এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। 

আরও পড়ুন- ‘ফোন কেড়ে নিয়ে টেনে নিয়ে যায় জঙ্গলে…’, রাজ্যের নামী মেডিক্যাল কলেজে ছাত্রীকে 'ধর্ষণ'

মুর্শিদাবাদ জেলা প্রশাসন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের তরফে নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অন্যদিকে, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী  কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন, যাতে নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। জানা গিয়েছে কর্ণাটক সরকার ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলি মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

fire