Advertisment

Flood Situation In Bengal: বাংলার বন্যায় মানবিক DVC, উদ্যোগের প্রশংসা সর্বত্র

Flood Situation In Bengal: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়তে হয়েছে ডিভিসিকে। এবার বাংলার বন্যায় দুরন্ত পদক্ষেপ ডিভিসির

author-image
IE Bangla Web Desk
New Update
DVC1

বন্যা দুর্গতদের সাহায্যর্থে এক দিনের বেতন দানের আবেদন DVC-এর

Flood Situation In Bengal: নিন্মচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। নতুন করে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়তে হয়েছে ডিভিসিকে। ডিভিসি'র জল ছাড়াতেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি এমন দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। যদিও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে মমতার সেই দাবিকে খারিজ করে দেওয়া হয়েছে। প্রতিবাদ স্বরুপ ডিভিসির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা ডিভিসির।  রাজ্যের সঙ্গে সংঘাত আবহে ডিভিসি কর্তৃপক্ষের তরফে কর্মীদের  উদ্দেশ্যে বন্যা দুর্গতদের সাহায্যর্থে এক দিনের বেতন দানের আবেদন জানানো হয়েছে।

Advertisment

যৌন নির্যতন করে নৃশংস খুন শিশুকন্যাকে, ফাঁসির সাজা দিলেন বিচারক

ডিভিসি'র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মীদের উদ্দেশে ৷ সেই বিজ্ঞপ্তিকে কর্মীদের প্রতি রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে একদিনের বেতন দানের  অনুরোধ জানানো হয়েছে। তবে তা বাধ্যতামূলক নয়। যারা ইচ্ছুক কেবল তাঁরাই একদিনের বেতন দিতে পারেন বন্যাত্রাণে। এমনটাই জানানো হয়েছে ডিভিসির তরফে। যদি কোন কর্মীর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আপত্তি থাকে  তাহলে তাঁকে বৃহস্পতিবারের মধ্যে ইমেল করে তা জানাতে হবে ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর এক দিনের বেতন কাটা যাবে না বলেও ডিভিসির তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সেই অর্থ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার।

এবারও মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল! হয়ে গেল দিন ঘোষণা

উল্লেখ্য নতুন করে রাজ্যে নিন্মচাপের কারণে বন্যাপরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। নিম্নচাপের বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর জল ছাড়তে হয়েছে ডিভিসিকে। যার জেরে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুঁড়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ।

DVC Bengal Flood
Advertisment