/indian-express-bangla/media/media_files/OvxBTUqQxHI02NQsrnB0.jpg)
প্রতীকী ছবি।
Tiljala Murder Case: কলকাতার তিলজলায় ৬ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় এবার ফাঁসির সাজা। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালত ওই নৃশসংস হত্যাকাণ্ডে ফাঁসির সাজা শুনিয়েছে দোষী সাব্যস্ত শিশুটির প্রতিবেশী অলোক কুমারকে। ২০২৩ সালের মার্চ মাসে তিলজলায় ৬ বছরের ওই নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
প্রতিবেশী অলোক কুমারের ঘর থেকেই শিশুটির দেহ মিলেছিল।
বুধবার নাবালিকা খুনে দোষী সাব্যস্ত করা হয়েছিল তিনজলার অলোক কুমারকে। তার বিরুদ্ধে ৪৫ জন সাক্ষী দিয়েছিল বলে জানা গিয়েছে। এরপর বৃহস্পতিবার ওই মামলায় দোষী সাব্যস্ত অলোককে ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালেন বিচারক। এই খুনকে 'বিরলের মধ্যে বিরলতম' আখ্যা দিয়ে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক।
কী ঘটেছিল?
২০২৩ সালের মার্চ মাসে কলকাতার তিলজলায় প্রতিবেশীর বাড়ি থেকে ৬ বছরের নাবালিকার হাত-পা মুখ বাধা মৃতদেহ উদ্ধার করা হয়। ওই শিশুটির প্রতিবেশী অলোক কুমার নামে এক ব্যক্তির ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। মৃতদেহ উদ্ধারে পুলিশ গেলে উত্তেজনা চরমে ওঠে। অভিযুক্তের ঘর ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালিয়েছিল ক্ষুব্ধ জনতা।
আরও পড়ুন- Durga Puja Carnival: এবারও মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল! হয়ে গেল দিন ঘোষণা
বুধবারই আলিপুরের বিশেষ পকসো আদালত নৃশংস খুনে অভিযুক্ত অলোক কুমারকে দোষী সাব্যস্ত করেছিল। এরপর আজ বৃহস্পতিবার অলোক কুমারকে ফাঁসির সাজা শোনালেন বিচারক। গত বছরের মার্চ মাসের ওই দিন শিশুটি ময়লা ফেলতে বাড়ির নীচে নেমেছিল। তরপর থেকে আচমকা সে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তার খোঁজ না মেলায় দিশেহারা হয়ে পড়ে পরিবার।
আরও পড়ুন-Ishwar Chandra Vidyasagar: অবাক হবেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি আগে জানতেন?
পরে শিশুটির মৃতদেহের খোঁজ মেলে তারই প্রতিবেশী অলোক কুমারের বাড়িতে। শিশুটিকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছিল। মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে বারবার তাকে আঘাত করা হয়েছিল। খুনের এই ধরনকেই এদিন 'বিরলের মধ্যে আখ্যা দিয়ে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।