Durga Puja Carnival 2024: এবারের দুর্গাপুজোর কার্নিভালের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৫ অক্টোবর কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন একথা জানিয়েছেন। ওই দিন রেড রোডে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সেরার সেরা পুজোগুলিকে কার্নিভালে আমন্ত্রণ জানানো হবে।
এবারও 'বিশ্ব বাংলা শারদ সম্মান' দেবে রাজ্য সরকার। বাংলার দুর্গাপুজো (Durga Puja) ইউনেস্কোর স্বীকৃতি আদায় করে নিয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে আনন্দের জোয়ার বয়ে যায় বাংলা জুড়ে। মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশের অতিথিরা এই কার্নিভাল দেখতে আসেন রাজ্যের আমন্ত্রণে। এবারও দুর্গাপুজোর কার্নিভালের দিন ঘোষণা করে দেওয়া হল।
মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। ফি বার কলকাতায় দুর্গাপুজোর সময় বিদেশি পর্যটকদের দেখা যায়। এবারও তাঁদের ভিড় থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রতি বছর কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজোকে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন- Indian Railways: অসামান্য দক্ষতা আর নিরলস পরিশ্রম! রেলকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া নারীর অনবদ্য কাহিনী
আরও পড়ুন- Kolkata Police: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা! হাসপাতালের বেসরকারি রক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার
সেই সেরা পুজো গুলিকেই আমন্ত্রণ জানানো হয় দুর্গাপুজোর কার্নিভালে (Durga Puja Carnival 2024) । কলকাতায় রেড রোডের কার্নিভালের দিন ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভালের দিন ঘোষণা করা হয়নি। গতবারও একাধিক জেলায় দুর্গা পুজোর কার্নিভাল (Carnival) অনুষ্ঠিত হয়েছিল। এবারও সেই ব্যবস্থা থাকবে। তবে এ ব্যাপারে কোনও দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।
আরও পড়ুন- Ishwar Chandra Vidyasagar: অবাক হবেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি আগে জানতেন?