/indian-express-bangla/media/media_files/2025/05/01/MJThG9hqzDXxuvBbE7Yh.jpg)
Rainfall Forecast: আজও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
Ajker Weather Update: গতকাল সন্ধ্যায় কলকাতা সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির জেরে , তাপপ্রবাহের দাপট থেকে মিলেছে সাময়িক স্বস্তি। আজ রবিবারও শহর কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির হলুদ পূর্বাভাস। রাজ্যে চলতি বছর আগাম বর্ষার ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের
গরমে নাজেহাল শহরবাসীর জন্য স্বস্তির খবর! শনিবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ায় কিছুটা হলেও কমেছে গরমের দাপট। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় কিছুটা কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। IMD জানিয়েছে, ২১ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের জন্য জারি হয়েছে 'হলুদ সতর্কতা' (Yellow Alert)।
বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল অবস্থা আম-আদমির । হঠাৎ বৃষ্টিতে স্বস্তি মিললেও এখনই গরম থেকে রেহাই মিলবে না। IMD-র মতে, ১-২ জুন নাগাদ পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। ১৮–২৩ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার? পুরসভার নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল-জরিমানাও!
সতর্কতা জারি যেসব জেলায়
- কলকাতা
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পূর্ব বর্ধমান
- পশ্চিম বর্ধমান
- বীরভূম
- দার্জিলিং
- কালিম্পং
আবহাওয়া দফতর জানিয়েছে, এই সব জেলায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। স্থানীয় প্রশাসনের তরফে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য কম। সকাল থেকে মেঘলা আকাশ। ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বিকেলের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।