Mithun Chakraborty : মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার? পুরসভার নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল-জরিমানাও!

Mithun Chakraborty : পুরনিগমের তরফে ১০ মে তারিখে জারি করা এই শোকজ নোটিশে অভিনেতাকে সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে অ্যাকশন?

Mithun Chakraborty : পুরনিগমের তরফে ১০ মে তারিখে জারি করা এই শোকজ নোটিশে অভিনেতাকে সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে অ্যাকশন?

author-image
IE Bangla Web Desk
New Update
 mithun chakraborty dadasaheb phalke

গুঁড়িয়ে দেওয়া হবে মিঠুন চক্রবর্তীর বাড়ি?

Mithun Chakraborty :বড়সড় বিপাকে অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। এবার বর্ষীয়াণ অভিনেতার বিরুদ্ধেই অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ। মিঠুনের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ জারি করল বৃহন্মুম্বই পুরনিগম (BMC)। মুম্বইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisment

পুরনিগমের তরফে ১০ মে তারিখে জারি করা এই শোকজ নোটিশে অভিনেতাকে সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে নির্মিত ওই পরিকাঠামো ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

অপারেশন সিন্দুরের পর ফের 'ধুঁয়াধার অ্যাকশন', বাংলা থেকে গ্রেফতার দুই ইরানি, বিরাট নাশকতার ভয়ঙ্কর মাস্টারপ্ল্যান?

মিঠুনের বক্তব্য:

Advertisment

অভিনেতা মিঠুন চক্রবর্তী ১৭ মে এই অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। তাঁর দাবি, ওই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁর পক্ষ থেকে পুরনিগমের কাছে একটি বিস্তারিত উত্তর প্রস্তুত করা হচ্ছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি হয়েছিল বলেও অভিযোগ। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি নির্মাণ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। সবকটি অবৈধ নির্মাণ ৩১ মে’র মধ্যে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে BMC।

গ্লানি মুছে 'ভারতশ্রেষ্ঠ' কলকাতা, তাবড় রাজ্যকে বিরাট টেক্কা! বাঙালি হিসাবে গর্ব হবে এ কাহিনীতে

পুরনিগম জানিয়েছে, অনুমতি ছাড়াই নির্মাণ হওয়ায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বই পুরসভা আইন, ১৮৮৮-এর ধারা ৩৩৭, ৩৪২, ৩৪৭ ও ৩৫১ (১এ)-র অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এছাড়া, ধারা ৪৭৫এ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে।

মিঠুন চক্রবর্তী এই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন, তবে পুরনিগমের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রাখছে প্রশাসন। এখন দেখার বিষয়, পুরনিগম তাঁর ব্যাখ্যাকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করে। 

গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র

mithun chakraborty