Kolkata Earthquake: সাতসকালে কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ অংশে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১
Earthquake in various parts of West Bengal including Kolkata: মঙ্গলবার সাতসকালে কলকাতা -সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু এরাজ্যেই নয় বাংলাদেশেও এদিন ভূকম্পন অনুভূত হয়েছে।
Kolkata Earthquake: কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
Earthquake in various parts of West Bengal including Kolkata, earthquake felt in Bangladesh: মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা। শুধু কলকাতা শহরেই নয়, ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কলকাতা, হাওড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে।
Advertisment
মঙ্গলবার সকাল ৬.১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরেই এদিন ঘুম ভেঙেছে অধিকাংশ কলকাতাবাসীর। কলকাতার পাশাপাশি ওড়িশার বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেরও কিছু অংশে এই ভূমিকম্প টের পাওয়া গেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালের এই ভূমিকম্প উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.১০ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। এরই পাশাপাশি বাংলাদেশের পশ্চিম দিকের উপকূলের কিছু এলাকাতেও এই ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।
যদিও এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে ভূকম্পনের জেরে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি তিব্বতে ভূমিকম্প অনুভূত হয়েছিল গত মাসে। তিব্বতের সেই ভূমিকম্পের জেরেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত কেঁপে উঠেছিল। তিব্বতে হওয়া সেই ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। গত মাসের ৭ তারিখের সেই ভূমিকম্পের জেরে রাজ্যের মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্ত কেঁপে উঠেছিল।