/indian-express-bangla/media/media_files/2025/05/31/4Pq63w41nwAnMsnjq0EG.jpg)
News in Bengal :জরুরি খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates:কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার সকালে ধর্মতলা থেকে মোট ৬০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে জেরায় পুলিশ জেনেছে, বিপুল পরিমাণ ওই নিষিদ্ধ বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ধর্মতলা বাস টার্মিনাসের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের কাছে তিন বস্তা এবং একটি বাক্সে উদ্ধার হয় বিপুল পরিমাণ ওই নিষিদ্ধ বাজি। চকলেট বোম থেকে শুরু করে বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। ধৃত বছর ২৩-এর ওই যুবক তোপসিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
শনিবার সকালে অমৃতসর–সাহরসা গরিব রথ এক্সপ্রেস (ট্রেন নং ১২২০৪) এর একটি কোচে আগুন লেগে যায়ছে। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনাটি ঘটেছে সিরহিন্দ স্টেশনে। যা নর্দার্ন রেলওয়ে জোনের অধীনে আসে। রেলওয়ে আধিকারিকদের মতে, আগুন লাগার বিষয়টি জানা যায় সকাল ০৭:৩০টায়। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অন্য কোচে সরিয়ে নেওয়া হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি লক্ষ্য করতেই রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের অন্য কোচে সরিয়ে নেন এবং আগুন দ্রুত নিভিয়ে দেওয়া হয়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন- Kali Puja 2025:উল্টে পড়া পাথরেই উদ্ভাসিত দেবী! রহস্যে ভরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ইতিহাস
এদিকে, খাতায় কলমে এবারের মতো বর্ষা বিদায় নিলেও কালীপুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আজ দুই ২৪ পরগণায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
- Oct 18, 2025 12:59 IST
pakistan airstrike:পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার
পাকিস্তানি এয়ারস্ট্রাইকে তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান শোক প্রকাশ করেছে। পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে সরে এলো আফগানিস্তান, শোক প্রকাশ রশিদ খানেরও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে লাগাতার সংঘর্ষ। এর মধ্যেই পাকসেনার বিমান হামলায় মৃত্যু হল তিন আফগান ক্রিকেটারের। জানা গিয়েছে নিহতদের নাম কবীর, সিবঘাতুল্লাহ ও হারুন। হামলায় মৃত্যু হয়েছে আরও ৫ সাধারণ নাগরিকের। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শুক্রবার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলেই খবর।
বিস্তারিত পড়ুন- ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক! পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব
- Oct 18, 2025 12:56 IST
Gold Price on Dhanteras:ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা!
আজ ধনতেরাস। সকাল থেকে সোনা-রূপার দোকানে মানুষের ভিড় চোখে পড়ছে। কয়েকদিন ধরেই সোনা ও রূপার দাম ক্রমাগত বাড়ছে। নতুন রেকর্ডও তৈরি হচ্ছে। ধনতেরাসের পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (X)-এ পোস্ট করে তিনি লিখেছেন, “দেশের সকল নাগরিককে ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের দিনে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। ভগবান ধন্বন্তরী যেন সবার উপর তাঁর কৃপা ও আশীর্বাদ প্রদান করেন।”
বিস্তারিত পড়ুন- Gold Price on Dhanteras: ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা! সোনা-রূপার দরে বিরাট বদল, জানুন জানুন কলকাতায় আজ কতটা সস্তা হলুদ ধাতু?
- Oct 18, 2025 12:55 IST
WB News Live:দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়
এই কালীর পুজোর ভোগ নিবেদন করা হয় শিয়ালকে। বর্ধমানের দুর্লভা কালীর মন্দিরের সেই ভোগ 'শিবাভোগ' নামে বিশেষ পরিচিত। ৩০০ বছরেরও বেশি সময় ধরে বর্ধমানের লাকুর্ডিতে পূজিতা হয়ে আসছেন ‘দুর্লভা কালী’। এই কালীর উপাসনা স্থল ও উপাসনার পরতে পরতে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। যে কাহিনী আজও জনমনে শিহরণ জাগায়।
বিস্তারিত পড়ুন- Kali Puja 2025:শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়
- Oct 18, 2025 12:54 IST
West Bengal News Live Updates:সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু
ফের সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দানা বেঁধেছে। চিকিৎসকের পরিবারের দাবি, শুক্রবার সকালে বাড়িতে ফিরে আচমকা মেঝেতে পড়ে যান ওই মহিলা চিকিৎসক। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
বিস্তারিত পড়ুন- Doctor Death:হাতে স্যালাইন চ্যানেল, মেঝেতে পড়েই সব শেষ! নামী সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তোলপাড়!
- Oct 18, 2025 10:54 IST
WB News Live:৭ বছর পর প্রশাসনে শোভন
দীর্ঘ সাত বছর পর ফের প্রশাসনে ফিরলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা NKDA-র চেয়ারম্যান করা হল। এতদিন এই পদটির দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।এবার এই পদের দায়িত্ব শোভন চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারও আগে তাঁর কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শোভন প্রশাসনে ফিরলেন বহু বছর পর। এবার তৃণমূলে তাঁর সক্রিয় ভূমিকায় নেমে পড়াটা সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
- Oct 18, 2025 10:07 IST
Kolkata News Live:কালীপুজোয় বাম্পার সার্ভিস মেট্রোয়!
কালীপুজো উপলক্ষে ভক্তদের দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে যাতায়াতের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর (সোমবার) কালীপুজোর রাতে মেট্রোর ব্লু লাইন-সহ বিভিন্ন করিডরে বিশেষ আপ ও ডাউন ট্রেন চলবে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:কালীপুজোয় বাম্পার সার্ভিস মেট্রোয়! রাতেও ট্রেন, দক্ষিণেশ্বর ও কালীঘাটে যেতে দারুণ সুবিধা
- Oct 18, 2025 10:06 IST
Kolkata News Live Updates:কালীপুজো ভাসাবে বৃষ্টি?
লম্বা ইনিংস খেলে অবশেষে বিদায় নিল বর্ষাকাল। ধীরে ধীরে রাজ্যজুড়ে প্রবেশ করছে শীত। গত কয়েকদিন ধরে শহর থেকে গ্রাম — সর্বত্রই সকাল ও সন্ধ্যায় পারদ পড়ছে। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের আমেজ।তবে এই সময়েই নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন- Kali Puja 2025 weather:বর্ষার বিদায়ে পাড়ি জমাচ্ছে শীত! এরই মাঝে ফের দুর্যোগের ভ্রুকুটি! কালীপুজো ভাসাবে বৃষ্টি?