Jagadhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে ঠাকুর দেখতে যাবেন? ভিড় নিয়ে চিন্তিত? আপনার সুবিধায় বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল।
জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের সুবিধার জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। আগামী ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় চলবে এই ট্রেনগুলি।
দিওয়ালি-ভাইফোঁটা শেষে যখন উৎসবের মরসুম শেষের পথে তখনই আলোর উৎসবের মাতোয়ারা গঙ্গাপাড়ের শহর চন্দননগর। অপেক্ষা আর মাত্র একদিন। তারপরই শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি জগৎজোড়া। চন্দননগরের পাশাপাশি মানকুন্ডু, রিষড়াতেও ধুমধাম করে আয়োজন হয় জগদ্ধাত্রী পুজোর। আলোর রোশনাইয়ে গা ভাসাতে দুর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন আলোর শহরে। প্রতিবারের ন্যায় এবারও জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় এড়াতে বিশেষ উদ্যোগ নিল রেল।
পরপর দু'দিন পিছোল আরজি কর মামলার শুনানি, পরবর্তী শুনানির দিনক্ষণ জানাল শীর্ষ আদালত
আগামী পরশু অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত থেকে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া বিশেষ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এর পাশাপাশি হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলেও রেলের তরফে জানানো হবে।
আগামী ৮ নভেম্বর শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিশেষ এই ট্রেন চালানো হবে বলেই রেলের তরফে জানানো হয়েছে। হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে বিকেল ৫.২০ মিনিটে এরপর ৭.৫৫ মিনিটে, ৮.৩৫ মিনিটে রাত ১১.৩০ মিনিটে এবং রাত সাড়ে ১২ টায়।
বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা! নির্লজ্জ প্রচার বলে তোপ শুভেন্দুর
অন্যদিকে ব্যান্ডেল থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে সন্ধ্যা ৬.৩৫ মিনিটে, ৯.২০ মিনিটে, রাত ৯.৫৫ মিনিটে, রাত ১টায় এবং রাত ২ টোয়। পাশাপাশি ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত হাওড়া থেকে রাত ১টা বেজে ১৫ মিনিটে বর্ধমানের উদ্দেশ্যে ছেড়ে যাবে স্পেশ্যাল ট্রেন। অপর দিকে ৮ নভেম্বর থেকে বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়।
জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ১২ নভেম্বর। সেদিনও হাওড়া-ব্য়ান্ডেল-হাওড়া এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া থেকে সেটি ছাড়বে রাত ২টো ৩৫মিনিটে এবং ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর চারটেয়।
এর পাশাপাশি ৩৬০৮৭ হাওড়া-মসাগ্রাম লোকাল সোম থেকে বুধবার পর্যন্ত মসাগ্রামের বদলে বর্ধমান স্টেশন পর্যন্ত যাবে। তারপর সেটি রাত ১০ টা ১০ মিনিটে স্পেশাল ট্রেন হিসেবে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ায় ফিরবে। মধ্যবর্তী সব স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেনগুলি।