Puja Special Train: শারদীয়ার আনন্দে মেতে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। তার আগে যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ রেলের। প্রতি বছর জেলা ও শহরতলী থেকে কাতারে কাতারে মানুষ আসেন কলকাতায় প্রতিমা ও মন্ডপ দর্শনে। কলকাতার পাশাপাশি কল্যাণী, পলতার মত শহরেও মানুষের ঢল নামে পুজো উপলক্ষ্যে। সেই লক্ষ্যে এবার বাড়তি ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রেলের কোচের সংখ্যাও বাড়ানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
বাঙালির 'আবেগকে' বিরাট সম্মান, ফুটবল প্রেমীদের সুবিধার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর
হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দুর্গাপুজো উপলক্ষে যুগান্তকারী উদ্যোগ নিল পূর্ব রেল। ফি বছর পুজো উপলক্ষ্যে লাখ লাখ মানুষ শহর ও শহরতলী থেকে কলকাতায় আসেন প্রতিমা দর্শনে দেখতে। একই সঙ্গে কল্যানী, পলতা, কাঁচরাপাড়াতেও পুজোর দিনে ভিড় উপচে পড়ে। ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের জন্য 'আরামে'র গুচ্ছ ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, পুজোর চারদিন গ্যালপিং ট্রেন প্রতিটি স্টেশনে থামবে। একই সঙ্গে শিয়ালদা, বিধানগর, দমদম, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বালিগজ্ঞ, সোনারপুর সহ একাধিক স্টেশনে রেল ইন্ডিকেশন বোর্ড ও প্যাসেঞ্জার আড্রেস ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ-অভীক দে, সিজিওতে ডেকে চলছে ম্যারাথন জেরা
যাত্রীদের সাহায্যে শিয়ালদা, দমদম, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সহ একাধিক বড় স্টেশনে থাকবে 'MAY I HELP YOU' বুথও। সেই সঙ্গে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত জলের ব্যবস্থা, টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বুকিং ক্লার্কের সংখ্যা বাড়ানো হবে রেলের তরফে জানানো হয়েছে। প্রবীণ ও মহিলা যাত্রীদের সহায়তায় বিশেষ ব্যবস্থা করা হবে বলেও রেলের তরফে জানানো হবে। দুর্গাপুজো উপলক্ষ্যে মেল ও এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচের সংখ্যাও বাড়ানো হবে জানিয়েছে রেল।