Advertisment

Kolkata Metro: বাঙালির 'আবেগকে' বিরাট সম্মান, ফুটবল প্রেমীদের সুবিধার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর

Kolkata Metro: বাংলা ফুটবলপ্রেমীদের জন্য দুরন্ত উদ্যোগ। এখন রাতে যুবভারতীতে ICL ম্যাচ দেখে ফেরার টেনশন অতীত। ম্যাচের দিনগুলিতে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহমুখী বিশেষ মেট্রো পরিষেবার চালুর ঘোষণা করল কলকাতা মেট্রো।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
74 trains will run on Orange Line of Kolkata Metro from 5th August 2024, কলকাতা মেট্রো, মেট্রোরেল, কবি সুভাষ-রুবি রুট

বাংলা ফুটবলপ্রেমীদের জন্য দুরন্ত উদ্যোগ।

Kolkata Metro: বাংলার ফুটবলপ্রেমীদের জন্য দুরন্ত উদ্যোগ। এখন রাতে যুবভারতীতে ICL ম্যাচ দেখে ফেরার টেনশন অতীত। ম্যাচের দিনগুলিতে  সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহমুখী বিশেষ মেট্রো পরিষেবার চালুর ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রো সূত্রে জানা গিয়েছে, (Kolkata Metro) খেলার দিনগুলিতে শিয়ালদামুখী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ১৫ মিনিটে। রাতে ফুটবল প্রেমী বাঙালিদের বাড়ি ফেরার লক্ষ্যের বিশেষ এই ব্যবস্থা এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।  

Advertisment

সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ, সাত সকালেই সিজিওতে হাজিরা, গ্রেফতারের সম্ভাবনা?

আগামী পরশু থেকে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে বিশেষ এই মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। পরবর্তী ম্যাচ রয়েছে ২৭ তারিখ, এছাড়াও অক্টোবর মাসের ৫ ও ১৯ তারিখ, নভেম্বর মাসের ৯, ২৩, ২৯ ও ৩০ তারিখ, ডিসেম্বরের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখে চলবে এই বিশেষ মেট্রো সার্ভিস। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ১৫ মিনিটে।  

অকল্পনীয় দক্ষতায় অনন্য দৃষ্টান্ত! রেলের মুকুটে নয়া পালক এনেছেন এই মহিলা কর্মীরাই

মেট্রোর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফুটবলপ্রেমীদের রাতে ম্যাচ দেখার পর আর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না। কারণ পাশে আছে মেট্রো রেল। যুবভারতীতে ম্যাচের দিনগুলিতে বাড়তি মেট্রো পরিষেবা মিলবে।  নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরেও ফুটবল প্রেমীদের সুবিধার্থে এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিশেষ মেট্রো পরিষেবা ফুলবাগান স্টেশনে থামবে।  

kolkata metro
Advertisment