Advertisment

RG Kar Medical College and Hospital Incident: সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ-অভীক দে, সিজিওতে ডেকে চলছে ম্যারাথন জেরা

RG Kar Medical College and Hospital Incident: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ। বর্ধমান মেডিক্যালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও এসএসকেএম-র বহিষ্কৃত চিকিৎসক অভীক দে'কে তলব করল সিবিআই। আজ শনিবার সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন বিরূপাক্ষ বিশ্বাস। এদিকে দুপুর দুটো'র আশেপাশে সিজিও-তে এসে হাজির হন অভীক দে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
CGO CBI

আরজি কাণ্ডে বহিষ্কৃত চিকিৎসক বিরূপাক্ষ-অভীক দে-কে এবার তলব করল সিবিআই

RG Kar Medical College and Hospital Incident: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ। বর্ধমান মেডিক্যালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও এসএসকেএম-র বহিষ্কৃত চিকিৎসক অভীক দে'কে তলব করল সিবিআই। আজ শনিবার সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন বিরূপাক্ষ বিশ্বাস।  এদিকে দুপুর দুটো'র আশেপাশে সিজিও-তে এসে হাজির হন অভীক দে। 

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বারে বারে উঠে এসেছে বিরূপাক্ষ বিশ্বাস-অভীক দে'র নাম। সেমিনার হলে ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতেও দেখা গিয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে। একই সঙ্গে 'থ্রেট কালচারের' সঙ্গেও নাম জড়িয়েছে তাদের। এবার দুই চিকিৎসক কে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।

সন্দীপের নারকো টেস্টে উঠে আসবে 'আসল' রহস্য, সোমেই চূড়ান্ত শুনানি

আরজি কাণ্ডে বহিষ্কৃত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে-অভীক দে-কে সিজিওতে ডেকে পাঠায় সিবিআই। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ এই দুই চিকিৎসক । বিরূপাক্ষ-অভীকের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে। এর সঙ্গে, আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে বহিষ্কৃত চিকিৎসক অভীক দে-বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নিয়েও একাধিক প্রশ্ন সামনে আসে। সেই সব বিষয়ে জানতে তলব করা হয় দুই চিকিৎসককে। তাদের থেকে একাধিক বিষয় জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই।

বাঙালির 'আবেগকে' বিরাট সম্মান, ফুটবল প্রেমীদের সুবিধার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর

বিরূপাক্ষের বিরুদ্ধে মেডিকেলে পড়ার সুযোগ করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ সামনে এসেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে যারা মূলত আরজি কর কাণ্ডে বহিরাগত তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা দেখেই ডাকা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ দুই বহিষ্কৃত চিকিৎসককে। কিছুক্ষণ আগেই অভীক দে' সিজিওতে এসে পৌঁছান। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।  

সন্দীপের নারকো টেস্টে উঠে আসবে 'আসল' রহস্য, সোমেই চূড়ান্ত শুনানি

বহিরাগত চিকিৎসক হয়েও খুনের দিন তারা কী করছিলেন আরজি কর হাসপাতালে জানতে চাইছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূলত ধর্ষণ-খুনের ঘটনায় তলব করা হয়েছে বিরূপাক্ষ-অভীক দে'কে। ৯ অগাস্ট তরুণী চিকিৎসক খুনের দিন সেমিনার রুমে ছিলেন তারা। সেখানে কেন গিয়েছিলেন? কী করছিলেন? কার নির্দেশে সেখানে তারা গিয়েছিলেন তাও জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে।  ঘটনার বিষয়ে কখন জানতে পেরেছিলেন? সেটাও খতিয়ে দেখবে সিবিআই। ৯ অগাস্ট ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। যদিও কলকাতা পুলিশ অভীক দে'কে 'ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট' বলে দাবি করেন। সেই অভিযোগ উড়িয়ে দেন IMA রাজ্য শাখা।

আরজি কর-কাণ্ডে অভিযুক্ত অভীক দে-কে সাজা দেওয়া কি লোকদেখানো? প্রশ্ন তুলল নতুন বিতর্কিত ছবি

গতকাল শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষের নারকো টেস্ট ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফের আবেদন জানানো হয়। এবিষয়ে ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজত এবং সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

RGKar medical college & hospital cbi
Advertisment