মুখ্যমন্ত্রীর আইনজীবীর বিরুদ্ধে বড় পদক্ষেপে ED-কে 'ফ্রি-হ্যান্ড'? চর্চায় সুপ্রিম-নির্দেশ

হাইকোর্টের একটি নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি।

হাইকোর্টের একটি নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
ed can't take major action against sanjay basu says sc

সুপ্রিম কোর্ট।

এবার সুপ্রিম কোর্টেও বিরাট স্বস্তি মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসুর। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল শীর্ষ আদালতেও। জিজ্ঞাসাবাদ করতে পারলেও ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাতে পারবে না এমনকী কোনও সামগ্রী বাজেয়াপ্ত করার মতো কোনও পদক্ষেপও করতে পারবে না ইডি, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisment

উল্লেখ্য, এর আগে গত ১ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে অভিযানে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা সেই অভিযানের পর ২ মার্চ সঞ্জয় বসুর বাড়ি ছাড়েন ইডির অফিসাররা। তাঁকে তলবও করেছিল ইডি। যদিও ততক্ষণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইনি রক্ষাকবচ নিতে পেরেছিলেন আইনজীবী সঞ্জয় বসু। চিটফান্ড মামলায় তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি।

আরও পড়ুন- আগুন ঝরাচ্ছে সূর্য, ভেঙে যাবে অতীতের সব রেকর্ড? আর কত চড়বে পারদ?

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করতেই ইডি তলব করছে। যদিও পাল্টা সুপ্রিম কোর্টে ইডির আইনজীবী জানান, আদালতের নির্দেশেই ইডি চিটফান্ড মামলার তদন্ত করছে, আইনজীবী হিসেবে সেই তদন্তে সহযোগিতার বদলে অসহযোগিতাই করছেন সঞ্জয় বসু।

Advertisment

আরও পড়ুন- দ্বন্দ্ব রুখতে মাস্টারস্ট্রোক তৃণমূলের, এই প্রথম মহিলা চেয়ারপার্সন পেল খড়গপুর

এদিন দু'পক্ষের সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করতেই পারে ইডি, তবে তাঁকে হেনস্থা করা যাবে না।

Mamata Banerjee highcourt supreme court ED