Sheikh Shahjahan-Taslima Bibi: সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানকে লাগাতার জেরা ED-র। ফি দিন ডেকে পাঠানো হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠদের। শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ব্যবসা, সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এবার শাহজাহানের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাঁর স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহজাহানের স্ত্রীকে। সূত্রের দাবি, শাহজাহান-পত্নী তসলিমাকে জিজ্ঞাসাবাদে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তারই ভিত্তিতে এবার নয়া অ্যাকশনে নামতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে ল্যাজেগোবরে দশা শেখ শাহজাহানের। প্রথমে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে হেফাজতে নেয় CID। রাজ্যের তদন্ত সংস্থার হাত ঘুরে শাহজাহানকে হেফাজতে নেয় CBI। দিন কয়েক তাদের হেফাজতে থাকার পর পালা ছিল ইডির। হেফাজতে নিয়ে সন্দেশখালির একদা ত্রাসকে টানা জেরা করছেন ইডির অফিসাররা। ইতিমধ্যেই শাহজাহানের পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।
মাছের ব্যবসার আড়ালে মাদক কারবারেও হাত পাকিয়েছিল শাহজাহান, এমনই অভিযোগ উঠে এসেছে। সেব্যাপারে তার ঘনিষ্ঠ একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ED। এবার শাহজাহান-পত্নী তসলিমা বিবিকে (Taslima Bibi) তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল সকাল থেকে রাত অবধি তাকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তলসিমাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। কাদের সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠতা ছিল? কীভাবে চলত তার ফিসারিজ সংস্থা? স্বামী শাহজাহানের আর্থিক লেনদেনের ব্যাপারে কী জানতেন তিনি? এমনই বেশ কিছু চোখা চোখা প্রশ্নের মুখে পড়েছেন তসলিমা।
গরু পাচার মামলার (Cow Smuggling Case) তদন্ত নেমে একইভাবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) জিজ্ঞাসাবাদ করেছিল ED। সুকন্যা তার বাবার বিভিন্ন আর্থিক লেনদেনের ব্যাপারে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিলেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। এমনকী গরু পাচারের টাকা ঘুরপথে সাদা করার ক্ষেত্রে অনুব্রত মণ্ডল যে যে পন্থা নিয়েছিলেন, সেব্যাপারে তাঁর মেয়ে সুকন্যা সব জেনেই তাঁর পাশে ছিলেন বলে তদন্তে জানতে পেরেছে ইডি। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর তাই সুকন্যাকেও গ্রেফতার করে দিল্লির (Delhi) তিহাড় জেলে (Tihar Jail) নিয়ে গিয়ে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গতকাল আইনজীবীকে সঙ্গে নিয়ে ED দফতরে গিয়েছিলেন শাহজাহান-পত্নী তসলিমা। টানা জিজ্ঞাসাবাদ শেষে রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। যদিও বারাবর করা প্রশ্নে মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই তিনি উত্তর দেননি। শেষমেশ সিজিও থেকে বেরিয়ে একচি বাসে চেপে এলাকা ছাড়েন তিনি। জানা গিয়েছে, আগামিকাল বুধবার আবারও তাকে ডেকে পঠিয়েছে ইডি। ফের সিজিও কমপ্লেক্সেই তসমিলা বিবিকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
আরও পড়ুন- Premium: পৌঁছতে আজও নাকাল হন ভোটকর্মীরা, বাংলার এই দুর্গম বুথগুলি সম্পর্কে জানেন?
সূত্রের দাবি, তসসিমাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডির। বুধবারেও আরও কিছু নতুন তথ্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ইডি। এসব নয়া তথ্যের উপর ভর করে শীঘ্রই দুরন্ত অ্যাকশন প্ল্যান রেডি করে মারকাটারি অভিযানে নেমে পড়তে পারে ইডি। এমনই দাবি সূত্রের।