Advertisment

এসএসসি দুর্নীতি: কাঁপছে টলিউড, তলবের মুখে আরও ৫ অভিনেতা-রাজনীতিবিদ

সূত্রের খবর, শীঘ্রই টালিগঞ্জের প্রথম সারির দুই অভিনেতা ও তিন অভিনেত্রীকে তলব করতে পারে ইডি।

author-image
Joyprakash Das
New Update
ED may summon 5 more Tollywood actors and actresses

নিয়োগ দুর্নীতির মামলায় টলিপাড়ার অনেক চেনা মুখই ইডি-র স্ক্যানারে।

শুধু বনি সেনগুপ্ত নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতে চলেছে টালিগঞ্জের একঝাঁক নায়ক-নায়িকার। মূলত যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন ইডির হাতে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। কুন্তলের অভিযোগ ছিল, বনিকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, শীঘ্রই টালিগঞ্জের প্রথম সারির দুই অভিনেতা ও তিন অভিনেত্রীকে তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের মধ্যে কেউ সাংসদ হতে পারেন, তাঁরা প্রভাবশালী নেতা-নেত্রী বলে ওই সূত্রের দাবি।

Advertisment

কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে টলি অভিনেতা-অভিনেত্রীদের? সূত্রের খবর, কাকে কাকে টাকা দিয়েছেন এক এক করে তাঁদের নাম বলেছেন কুন্তল ঘোষ। কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে টলিউডের একাধিক নায়ক-নায়িকার নাম উঠে এসেছে। এদিকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এর নামও ইডিকে জানিয়েছিলেন কুন্তল। একইসঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত, ব্যবসায়ী সোমা চক্রবর্তীর নামও বলেছেন তিনি।

জানা গিয়েছে, টালিগঞ্জের আরও পাঁচ অভিনেতা-অভিনেত্রীর নাম ইডিকে জানিয়েছে কুন্তল। তাঁরা কোনও না কোনওভাবে শিক্ষক নিয়োগের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। কেউ ফ্ল্যাট নিয়েছেন তো কেউ সিনেমা প্রযোজনার জন্য অর্থ নিয়েছেন কুন্তলের কাছ থেকে। কোনও কোনও শিল্পী আবার মাচা অনুষ্ঠানের নামে নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। কখনও কুন্তলের অনুষ্ঠানে হাজির থেকেই তাঁর কাছ থেকে মোটা টাকা নিয়েছেন। এসব টাকার উৎস শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে রোজগার বলে মনে করছে তদন্তকারীরা।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতি: ইডি-র জালে আরও এক তৃণমূল নেতা, গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ শান্তনু

সূত্রের খবর, যাঁদের তলব করার সম্ভাবনা রয়েছে তাঁরা কেউ কেউ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। হালফিল বড় বড় সিনেমা প্রযোজনাও করেছেন। আগামী সপ্তাহে তাঁদের তলব করার কথা রয়েছে। কে কত টাকা নিয়েছেন, কেনই বা কুন্তল তাঁদের টাকা দিয়েছেন, পরিচয়ের মাধ্যম কি, সেইসব প্রশ্নের উত্তর জানতে চাইবে ইডি।

শিক্ষক নিয়োগের দুর্নীতির অর্থ টালিগঞ্জের কোন কোন অভিনেতা-অভেনত্রীর পকেটস্থ হয়েছে তা দিয়ে জোরদার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন বনি সেনগুপ্ত। কুন্তল ঘোষকে জেরা করে ইডি জানতে পেরেছে বনি সেনগুপ্ত ছাড়া টলিপাড়ার আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে সে। কুন্তলের নানা অনুষ্ঠানে এই নায়ক-নায়িকারা হাজির হয়েছিলেন। লক্ষ লক্ষ টাকা তাঁদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে কুন্তল।

আরও পড়ুন- Adenovirus: টানা ক’দিন যমে-মানুষে টানাটানি, ফের বিসি রায়ে মৃত্যু একরত্তির

সে ব্যাপারেই জানতে চায় ইডি। এদিকে কুন্তলকে জেরায় উঠে আসা সোমা চক্রবর্তী ইডিকে জানিয়েছে, তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। এক টলি নায়িকাকে দিয়ে বিজ্ঞাপনের শুট করানোর জন্য। শিক্ষক নিয়োগে দুর্নীতির কত টাকা টলিউডের অভিনেতা-অভিনেত্রীর পকেটে গিয়েছে, কি কারণে সেই টাকা ট্রান্সফার হয়েছে সেই সব জানতে তদন্ত করছে ইডি।

West Bengal ED Recruitment Scam WB SSC Scam
Advertisment