ED submits supplementary chargesheet in ration scam case: জামিনে জেলমুক্তির পর এবার এক নয়া অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে শুরু করে বেশ কয়েকজনের।
রেশন দুর্নীতি মামলায় ED গ্রেফতার করেছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে ইডি আদালতে তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ জমা দিতে না পারার জেরেই বিশেষ আদালতের বিচারক বালুকে জামিনে মুক্তি দিয়েছেন। ইডির বিশেষ আদালত থেকে জামিনে জেল-মুক্তির পর থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে বালুকে। নিয়ম করে যাচ্ছেন বিধানসভায়। সেই সঙ্গে দলের নানা কর্মসূচিতে ফের সক্রিয় হচ্ছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী।
এরই মধ্যে নতুন করে অস্বস্তিতে জ্যোতিপ্রিয় মল্লিক। এবার রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের। এছাড়াও দুই চালকল মালিক-সহ বেশ কিছু সংস্থার নাম রয়েছে ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে।
আরও পড়ুন- West Bengal News Live:আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, রোগী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা শুভেন্দুর
ইডি সূত্রের আরও দাবি, রেশন দুর্নীতি মামলার কোটি-কোটি টাকা ঘুরপথে বিভিন্নভাবে এই সব ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে ঢুকেছে। স্বাভাবিকভাবেই এবার এই চার্জশিট বালুর কাছে নতুন করে মাথা-ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ইডির এই চার্জশিটে বালুর চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের নাম যুক্ত হওয়ায় চর্চা বেড়েছে। এর ফলে রেশন দুর্নীতির মামলার তদন্ত নতুন করে গতি পাবে বলে মনে করছেন কেউ কেউ।
আরও পড়ুন- Malda News: ডেকরেটর্স ব্যবসায়ীকে মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর