Tmc councilor is accused of threatening to kill the decorators businessman: অন্যায় কাজের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় তৃণমূল দলের ওই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবক চন্দন চক্রবর্তী জানিয়েছেন, তিনি ডেকরেটর্সের ব্যবসা করেন। সেই কারণে একটি অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির জন্য বাড়ির পাশে দুর্গা মণ্ডপের মাঠে ডেকরেটর্সের সামগ্রী রেখেছিলেন।
ওই ব্যক্তির অভিযোগ, মাঠে ডেকরেটর্সের সামগ্রী দেখে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক সাহা তেলেবেগুনে জ্বলে ওঠেন। কাউন্সিলর চন্দন চক্রবর্তী নামে ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ দেন বলে অভিযোগ। এমনকী তাঁকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ।
এমনকী ওই যুবককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ। তাঁর আরও অভিযোগ, আসলে তিনি কাউন্সিলরের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন। কাউন্সিলর মন্দির নির্মাণের অনুদানের টাকার কোনও হিসাব দেননি। উল্টে কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন- West Bengal News Live:আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, রোগী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা শুভেন্দুর
মাঠে থাকা বাচ্চাদের একটি খেলার সরঞ্জাম ওই কাউন্সিলর বিক্রি করে দিয়েছিলেন, তার প্রতিবাদ করাতেই ওই যুবককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। তবে পুলিশের ভূমিকায় খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন ওই যুবক। এমনকী পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় পরিবার নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে দাবি তাঁদের।
আরও পড়ুন- Malda News: পাশ করেও মিলছে না সার্টিফিকেট, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন পড়ুয়ারা
তবে শুধু চন্দন চক্রবর্তী একাই নন। ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন রাকেশ রায় নামে সংশ্লিষ্ট এলাকার আরও এক বাসিন্দা। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজারের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। তাঁর বক্তব্য, "চন্দন চক্রবর্তী সমাজের কীট। ওর ডেকরেটর্সের ব্যবসার বিভিন্ন সামগ্রী দুর্গা মণ্ডপের মাঠে রাখা বন্ধ করে দেওয়ার কারণেই আমাকে কালিমালিপ্ত করতে এই সমস্ত মিথ্যা অভিযোগ এনেছেন।"
আরও পড়ুন- এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ, ফাল্গুনে শীতের কামব্যাক? বৃষ্টি নিয়ে বড় আপডেট