Advertisment

Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গাঙ্গুলির হাত থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরল, এবার মামলা শুনবেন কে?

Justice Abhijit Gangopadhyay: এর আগে শিক্ষা সংক্রান্ত সব মামলাই শুনতেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী সময়ে তাঁকে এসএসসি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে ছিল শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। এবার সেই মামলাগুলিও তাঁর এজলাস থেকে সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে। মঙ্গলবারই হাইকোর্টের তরফে এব্যাপারে একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
education related case, justice Abhijit Gangopadhyay, শিক্ষা সংক্রান্ত মামলা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay: শিক্ষা সংক্রান্ত মামলা সরল বিতারপতি গাঙ্গুলির এজলাস থেকে।

Justice Abhijit Gangopadhyay: এরাজ্যে শিক্ষা সংক্রান্ত একাধিক মামলায় ইডি-সিবিআই (ED-CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তাঁরই একের পর এক নির্দেশে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে এবার শিক্ষা সংক্রান্ত সব মামলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবারই এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে এবার থেকে হাইকোর্টের অন্য এক বিচারপতি শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন।

Advertisment

এবার থেকে শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলার শুনানি হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁর হাতে থাকা শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা দেওয়া হল হাইকোর্টেরই আর এক বিচারপতি রাজাশেখর মান্থাকে (Justice Rajashekhar Mantha)। এবার থেকে বিচারপতি মান্থাই শিক্ষা সংক্রান্ত সব মামলা শুনবেন। এর আগে শিক্ষা সংক্রান্ত সব মামলাই শুনতেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পরবর্তী সময়ে তাঁকে এসএসসি (SSC) মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে ছিল শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। এবার সেই মামলাগুলিও তাঁর এজলাস থেকে সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়া হল। মঙ্গলবারই হাইকোর্টের (Highcourt) তরফে এব্যাপারে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee: ভোটের মুখে NRC নিয়ে ঝাঁঝালো প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে তুলোধনায় ভয়ঙ্কর হুঁশিয়ারি!

কেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হল শিক্ষা সংক্রান্ত সব মামলা? এই বিষয়টি স্পষ্ট করে ব্যখ্যা করা হয়নি। তবে এদিনই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের (Justice Soumen Sen) সাম্প্রতিক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকী তিনি এও বলেছিলেন, "আইনের মন্দিরে এমন ঘটনা কখনই কাম্য নয়।" গোটা বিষয়টির দ্রুত নিষ্পত্তির কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তাঁর কয়েক ঘণ্টা পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরানোর খবর জানা যায়।

আরও পড়ুন- গাড়ি থেকে নামিয়েই দড়ি বেঁধে হিড় হিড় করে টান! ED অফিসের বাইরে হইচই!

West Bengal highcourt justice abhijit ganguly Justice Rajashekhar Mantha
Advertisment