/indian-express-bangla/media/media_files/2025/09/12/students-2025-09-12-14-52-39.jpg)
Higher Secondary semester exam: পরীক্ষা শুরুর আগেই ঘোরতর সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন ছাত্রীরা।
মুর্শিদাবাদের কান্দিতে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হলেও প্রবল সমস্যায় পড়েছিলেন কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪২ জন ছাত্রী। তাঁদের এডুকেশন বিষয়টির নাম পরীক্ষার অ্যাডমিট কার্ডে নেই। এই নিয়েই তৈরি হয় ব্যাপক অনিশ্চয়তা।
বিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিষয়টি এমন হয়। পরীক্ষার আগের দিন বিষয়টি জানতে পেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। পরে কান্দি থানার আইসি মৃণাল সিনহার গোচরে বিষয়টি আনেন ছাত্রীরা।
আরও পড়ুন- Crime News:খাস কলকাতায় এযেন হিন্দি ওয়েব সিরিজ 'মির্জাপুর'! দুষ্কৃতীরাজের এই ঘটনা গায়ে কাঁটা দেবে!
ঘটনাটি তৎক্ষণাৎ জানানো হয় কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক এবং বিধায়ক অপূর্ব সরকার-কেও। বিধায়ক ফোনে উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আলোচনা শেষে নিশ্চিত করা হয়, শুক্রবার থেকে ওই ৪২ জন ছাত্রী পরীক্ষায় বসতে পারবেন।
আরও পড়ুন- West Bengal News Live Updates:'এখন কিছু করার নেই', SSC কাণ্ডে সাফ জানাল সুপ্রিম কোর্ট, খারিজ মামলা
জয়দেব ঘটক জানিয়েছেন, বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হবে — কার গাফিলতির কারণে ছাত্রীরা এমন সংকটে পড়লেন, তা খতিয়ে দেখা হবে। তবে আপাতত স্বস্তি, কারণ সংশোধিত অ্যাডমিট কার্ড পাওয়া যাবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই।